পরিচালক আদিত্য ধর-এর হাত ধরে বড় পর্দায় ধামাকাদার এন্ট্রি নিলেন অভিনেতা রণবীর সিং। তাঁর নতুন স্পাই-অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর এতটুকু সময় নষ্ট না করে বক্সঅফিসে রেকর্ড তৈরি করে ফেলেছে। গতকাল, অর্থাৎ ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটি রণবীরের কেরিয়ারে প্রথম দিনের আয়ের (বিগেস্ট ওপেনার) ক্ষেত্রে রেকর্ড গড়েছে।
‘ধুরন্ধর’ বক্সঅফিস কালেকশন (প্রথম দিন)
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক (Sacnilk) অনুযায়ী, ‘ধুরন্ধর’ ভারতীয় বক্সঅফিসে প্রথম দিনেই ২৭ কোটি টাকা আয় করে নিয়েছে।
২০২৫ সালের হাইয়েস্ট ওপেনার্স: ২৭ কোটি টাকা আয় করে ‘ধুরন্ধর’ এই বছর মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে সর্বাধিক প্রথম দিনের আয়ের রেকর্ড করেছে।
রেকর্ড ভাঙা: এই সিনেমাটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডার ব্লকবাস্টার রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’-র প্রথম দিনের কালেকশনকে (২১.৯ কোটি টাকা) পিছনে ফেলেছে।
অন্যান্য সিনেমার পিছনে ফেলা: আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘থামা’ সিনেমার প্রথম দিনের কালেকশন (২৪ কোটি টাকা)-কেও পিছনে ফেলেছে ‘ধুরন্ধর’।
তবে প্রথম দিনের কালেকশনের নিরিখে এই সিনেমাটি ভিকি কৌশল-রশ্মিকা অভিনীত ঐতিহাসিক অ্যাকশন-ড্রামা ‘ছাভা’-কে অতিক্রম করতে পারেনি। ‘ছাভা’ প্রথম দিন নেট আয় করেছিল ৩১ কোটি টাকা।
রণবীরের কেরিয়ারগ্রাফে লম্বা জাম্প
‘ধুরন্ধর’-এর আগে, রণবীর সিংয়ের সবচেয়ে বড় ওপেনিং সিনেমাগুলির মধ্যে ছিল:
সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবত’ (২৪ কোটি টাকা)
রোহিত শেট্টির ‘সিম্বা’ (২০.৭২ কোটি টাকা)
প্রাথমিক অনুমান মেনেই, ‘ধুরন্ধর’ এই দুটি সিনেমাকেই কালেকশনের দিক থেকে টপকে গেছে এবং এটি এখন বক্সঅফিসে রণবীরের সর্বকালের সর্বোচ্চ ওপেনিং অর্থাৎ আয় করা সিনেমা।
ছবির বিষয়বস্তু
জ্যোতি দেশপাণ্ডে এবং লোকেশ ধরের সঙ্গে আদিত্য ধর প্রযোজিত, ‘ধুরন্ধর’ সিনেমাটি বাস্তব জীবনের ঘটনাবলী দ্বারা অনুপ্রাণিত। এর মধ্যে রয়েছে:
কান্দাহার হাইজ্যাক
২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলা
ছবিটি ২০০০ সালের গোড়ার দিকে পাকিস্তানে প্রেক্ষাপটে তৈরি। কাহিনিতে কুখ্যাত লিয়ারি গ্যাং-কে ধ্বংস করার মিশনে থাকা একজন ভারতীয় গুপ্তচরকে (রণবীর সিং অভিনীত) ঘিরে আবর্তিত হয়। রণবীর ছাড়াও অভিনয়ে আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন এবং রাকেশ বেদি।