বর্তমানে টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। বহু জল্পনার অবসান ঘটিয়ে এবার তাঁকে দেখা যাবে দেবের বিপরীতে, ‘প্রজাপতি টু’ ছবিতে। এতদিন এই বিষয়ে জ্যোতির্ময়ীর পক্ষ থেকে কোনও নিশ্চিত খবর না এলেও, সম্প্রতি ‘প্রজাপতি টু’ ছবির লন্ডনের অংশের শুটিং শেষ হওয়ার পর অবশেষে নীরবতা ভেঙেছেন তিনি।
লন্ডনের শুটিং শেষ হওয়ার দিনে জ্যোতির্ময়ী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নায়ক দেবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি এই মুহূর্তটার স্বপ্ন দেখেছিলাম।” দেবের সঙ্গে জ্যোতির্ময়ীর এই ছবিটি পোস্ট হওয়ার মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অভিনেত্রীর উচ্ছ্বাস দেখে নেটিজেনরাও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।
এই ছবিতে জ্যোতির্ময়ীর সুযোগ পাওয়াটা যেন সত্যিই এক স্বপ্নের মতো। প্রাথমিকভাবে এই চরিত্রের জন্য টলিপাড়ার এক প্রথম সারির নায়িকার সঙ্গে আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এদিকে, ধারাবাহিক ‘বঁধুয়া’ শেষ করার পর থেকেই জ্যোতির্ময়ী বড়পর্দায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই সূত্রেই তিনি পরিচালক অভিজিৎ সেনের মাধ্যমে প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। যখন ছবির চিত্রনাট্য তৈরি হয়ে যায়, তখন অতনু রায়চৌধুরীর মনে হয় যে, এই বিশেষ চরিত্রের জন্য জ্যোতির্ময়ীর চেহারা বেশ মানানসই হতে পারে। এরপরই অভিনেত্রীর সঙ্গে তাঁর কথোপকথন এগোয় এবং অবশেষে তিনি এই ছবিতে সুযোগ পান।
লক্ষণীয় বিষয় হলো, বাংলা ধারাবাহিকে কাজ করেছেন এমন অনেক নায়িকাই বড়পর্দায় নিজেদের জায়গা করে নিতে চান। তবে দেব বা জিতের মতো সুপারস্টারের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ হাতে গোনা কয়েকজনই পেয়েছেন। শ্বেতা ভট্টাচার্য বা সৌমিতৃষা কুণ্ডু অবশ্য তাঁদের সুপারহিট ধারাবাহিক করার পরই দেবের নায়িকা হয়েছেন, এবং তাও অতনু রায়চৌধুরী ও দেবের যৌথ প্রযোজনার ছবিতেই। সেই নিরিখে জ্যোতির্ময়ীও ঠিক তাঁদের মতোই এক সোনালি সুযোগ পেলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টই বলে দিচ্ছে তাঁর এই মুহূর্তের বাঁধভাঙা উচ্ছ্বাসের কথা।