দুর্গাপুর উৎসবে পলক মুচ্ছল, কিন্তু অনুপস্থিত ভাই পলাশ! স্মৃতি মন্ধানার সঙ্গে বিয়ে ভাঙার কারণেই কি মন খারাপ সুরকারের?

সোমবার দুর্গাপুর উৎসবে (Durgapur Utsav 2025) কনকনে শীতকে দূরে সরিয়ে দর্শকদের হৃদয় জয় করলেন জনপ্রিয় প্লে-ব্যাক গায়িকা পলক মুচ্ছল। তবে পলক এলেও অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তাঁর সুরকার ভাই পলাশ মুচ্ছল (Palash Muchhal)। শহরের জুড়ে দুই ভাই-বোনের পোস্টার থাকলেও পলাশ কেন এলেন না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে অনুষ্ঠান শেষে এর জবাব দেন ‘কৌন তুঝে’ খ্যাত গায়িকা।

৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া দুর্গাপুর উৎসবের ৮ ডিসেম্বর পলক এবং পলাশ মুচ্ছলের অনুষ্ঠান করার কথা ছিল। সেই মতোই ব্যাপক প্রচার চালানো হয়েছিল। রাত আটটায় পলক মঞ্চে উঠে একের পর এক হিট গান গেয়ে দর্শকদের মন জয় করে নেন।

মঞ্চ থেকেই পলক তাঁর একটি মহৎ কাজের কথা জানান। তিনি বলেন, “যে সমস্ত মা-বাবারা তাদের শিশুদের হার্ট অপারেশনের অর্থ জোগাড় করতে পারেননি, সেরকম ৩ হাজার ৯৬৩ জন শিশুর হার্ট অপারেশন এই মুহূর্তে হয়ে গিয়েছে। আরও অনেক বেশি শিশুর হার্ট অপারেশন করানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি আপনাদের আশীর্বাদে।”

তবে দুর্গাপুরে সাধারণত ভাই পলাশের সঙ্গেই অনুষ্ঠান করতে দেখা যায় পলককে। এদিন তাঁকে মঞ্চে কলকাতার এক উদীয়মান বাঙালি শিল্পীকে সহায়তা করতে দেখা যায়। এই অনুপস্থিতির কারণ জানতে চাইতেই পলক মুচ্ছল জানান, “পলাশের মন খারাপ।”

মূলত, কয়েক সপ্তাহ ধরে পলাশ মুচ্ছল এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানার বিয়ে নিয়ে জল্পনা চলছিল। খেলার মাঠে প্রেম নিবেদন, সঙ্গীত সেরেমনিতে উদ্দাম সেলিব্রেশনের পরও হঠাৎ করেই তাঁদের সম্পর্কে ছন্দপতন ঘটে। স্মৃতি নিজেই ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছেন, পলাশের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে না। এই বিয়ে ভাঙার কারণেই পলাশ মুচ্ছল মন খারাপ করে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক ভাঙা নিয়ে বিস্তর কাটাছেঁড়া চলছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy