টিআরপি-তে মহাবিপ্লব! পুজোর সপ্তাহে হারানো জায়গা ফিরে পেল ‘পরিণীতা’, এক লাফে বাংলা সেরা জি বাংলার মেগা

পুজোর আবহে টিআরপি (TRP) তালিকায় চাপ পড়বে বলে দর্শক মনে মনে ভাবলেও, এই সপ্তাহে খেলা ঘুরে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। দীর্ঘদিন পর নিজের হারানো জায়গা ফিরে পেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। ৬.৫ নম্বর পেয়ে এই মেগা ফের ‘বাংলা সেরা’-র খেতাব জিতে নিয়েছে।

শীর্ষ ৫: কে কোথায় রইল?
প্রথম স্থানে একচেটিয়া অধিকার থাকলেও, এবার নম্বরের অনুপাতে এক ধাপ পিছিয়ে এল স্টার জলসার ধারাবাহিক ‘পরশুরাম’।

প্রথম স্থান: পরিণীতা (জি বাংলা) – ৬.৫

দ্বিতীয় স্থান: পরশুরাম (স্টার জলসা) – ৫.৯

তৃতীয় স্থান (যৌথ): এখন জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার দাপটে বেশ ভালো ফল করেছে জগদ্ধাত্রী, তার সঙ্গে তৃতীয় হয়েছে ফুলকি ও রাজরাজেশ্বরী রাণী ভবানী। তিন ধারাবাহিকের যৌথ প্রাপ্ত নম্বর ৫.৮।

চতুর্থ স্থান (যৌথ): এবার চতুর্থ স্থানেও রয়েছে তিন তিনটি মেগা— চিরদিনই তুমি যে আমার, দাদামণি ও রাঙামতি তীরন্দাজ। যৌথভাবে প্রাপ্ত নম্বর ৫.৭।

পঞ্চম স্থান: নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা (আরাত্রিকা মাইতি ও শ্রুতি দাসের অভিনয়) – ৫.৫।

ষষ্ঠ থেকে দশম স্থান
চলতি সপ্তাহে টিআরপি তালিকায় নম্বরের নিরিখে মান পড়েছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের। অন্যদিকে, গল্পে মোড় আসায় চমক দিয়েছে কিছু মেগা।

ষষ্ঠ স্থান: চিরসখা – ৫.২ (গল্পে নতুন মোড় আসায় আগামীতে আরও ভালো ফলের আশা করছেন অনুরাগীরা)

সপ্তম স্থান (যৌথ): কথা ও লক্ষ্মী ঝাঁপি – ৪.৮

অষ্টম স্থান: তুই আমার হিরো – ৪.৪

নবম স্থান (যৌথ): কনে দেখা আলো, গৃহপ্রবেশ ও অনুরাগের ছোঁয়া – ৪.৩

দশম স্থান (যৌথ): কুসুম ও কম্পাস – ৩.৬

চলতি সপ্তাহে চমক দিয়ে টিআরপিতে নিজের জায়গা পাকা করতে দেখা গিয়েছে কিছু ধারাবাহিককে। অন্যদিকে, আগামীতে আরও নতুন কয়েকটি ধারাবাহিক আসছে এবং প্রিয় মেগা শেষও হচ্ছে। এই প্রতিযোগিতার বাজারে টিআরপি-তে কে শেষ পর্যন্ত টিকে থাকে, সেটাই এখন দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy