টানা টপার ‘পরশুরাম’-এর পতন! সিংহাসনে ফিরল ‘পরিণীতা’, দ্বিতীয় স্থানে চমক দিল জিতু-দিতিপ্রিয়ার রোম্যান্স

টেলিভিশন সিরিয়ালের টিআরপি (TRP) রিপোর্ট কার্ডে এই সপ্তাহে এল এক বিরাট নাটকীয় মোড়। টানা কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারের স্থানে থাকা জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’ এবার পিছিয়ে গেল। দর্শকপ্রিয়তায় নতুনভাবে বাজিমাত করে শীর্ষস্থান অর্থাৎ বেঙ্গল টপারের সিংহাসন দখল করল ধারাবাহিক ‘পরিণীতা’।৬.৯ রেটিং পেয়ে ফের শীর্ষে উঠে এসেছে ‘পরিণীতা’। গল্পে নতুন উত্তেজনা, গভীর আবেগ এবং চরিত্রের সঙ্গে দর্শকের শক্তিশালী সংযোগই এই সাফল্যের মূল কারণ বলে মনে করা হচ্ছে।ধাক্কা খেল ‘পরশুরাম’, এগিয়ে গেল অন্যেরাঅন্যদিকে, টানা টপার থাকার পর এই সপ্তাহে বড় ধাক্কা খেল ‘পরশুরাম’। ধারাবাহিকটি ৬.৩ রেটিং নিয়ে নামল চতুর্থ স্থানে। তবে এই স্থানে একা নয়, একই রেটিং নিয়ে ‘পরশুরাম’-এর সঙ্গে চতুর্থ স্থান ভাগ করে নিয়েছে অপর জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’।দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার’। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের রোম্যান্টিক রসায়নে ভর করে ৬.৬ রেটিং পেয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’, যার রেটিং ৬.৫।সেরা দশের ওঠানামাটিআরপি তালিকার অন্যতম আলোচিত নাম হল ‘রাঙামতি তীরন্দাজ’, যারা ৬.১ রেটিং নিয়ে পঞ্চম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে। অন্যদিকে, জিতু-দিতিপ্রিয়ার রোম্যান্সের পাশাপাশি এই সপ্তাহে গল্পের অন্যতম টান ছিল আর্য সিংহ রায়ের পরিচয় রহস্য, যা এই ধারাবাহিককে আরও এগিয়ে দিয়েছে।তবে সবথেকে বেশি চাপে পড়েছে ‘চিরসখা’। নতুন কাকু অর্থাৎ স্বতন্ত্রর বিয়ের ট্র্যাক দর্শকের মন জয় করতে পারেনি। গল্পে গতি এবং নতুনত্বের অভাবের অভিযোগও উঠছে। ফলস্বরূপ, ধারাবাহিকটি ৪.৯ রেটিং নিয়ে দশম স্থানে নেমে এসেছে।টিআরপি-র সেরা দশের তালিকা:স্থানধারাবাহিকরেটিং (TRP)প্রথমপরিণীতা৬.৯দ্বিতীয়চিরদিনই তুমি যে আমার৬.৬তৃতীয়ফুলকি৬.৫চতুর্থজগদ্ধাত্রী / পরশুরাম৬.৩পঞ্চমরাঙামতি তীরন্দাজ৬.১ষষ্ঠআমাদের দাদামণি৬.০সপ্তমও মোর দরদিয়া / রাজরাজেশ্বরী রানী ভবানী৫.৮অষ্টমজোয়ার ভাঁটা৫.৭নবমলক্ষ্মী ঝাঁপি৫.১দশমচিরসখা৪.৯অন্যদিকে, মধুমিতা সরকার ও নীল ভট্টাচার্যের নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা’ এখনো পর্যন্ত দর্শকপ্রিয়তার পরীক্ষায় মুখ থুবড়ে পড়েছে। সাড়ে পাঁচটার স্লটে এই ধারাবাহিক পেয়েছে মাত্র ২.৭ রেটিং। তুলনায় জি বাংলার ‘কুসুম’ পেয়েছে ৪.১ রেটিং, এবং স্টার জলসার ‘কম্পাস’ (৪.২) রেটিংয়েও পিছিয়ে পড়েছে। টিআরপি-র এই উত্থান-পতনের মধ্যেই লুকিয়ে থাকে দর্শকের ভালোবাসা ও প্রত্যাশা, যা প্রতি সপ্তাহে নতুন করে আলো জ্বেলে রাখে টেলিভিশনের পর্দায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy