জুবিন গর্গের রহস্যমৃত্যু! এবার গ্রেফতার খোদ অসম পুলিশের DSP, সিআইডি হেফাজতে তুতো ভাই সন্দীপন

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যু তদন্তে এবার এক বড়সড় আপডেট। এই ঘটনায় গায়কের তুতো ভাই এবং অসম পুলিশের পরিষেবা (APS) অফিসার সন্দীপন গর্গকে গ্রেফতার করেছে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল/ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (SIT/CID)।

সন্দীপন গর্গের গ্রেফতারির খবরটি নিশ্চিত করেছেন SIT প্রধান এবং বিশেষ DGP মুন্না প্রসাদ গুপ্তা। সংবাদ সংস্থা ANI-কে তিনি জানান, “জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় APS অফিসার সন্দীপন গর্গকে গ্রেফতার করেছে অসম পুলিশের SIT/CID।”

পাঁচজন গ্রেফতার: ইয়ট ট্রিপের রহস্য ঘনীভূত
সন্দীপন গর্গকে গ্রেফতার করার মাধ্যমে এই ঘটনায় সিআইডি-র জালে আসা মোট সন্দেহভাজনের সংখ্যা দাঁড়াল পাঁচজন। এই তালিকায় রয়েছেন:

শ্যামকানু মহান্ত (উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান আয়োজক)

সিদ্ধার্থ শর্মা (গায়কের ম্যানেজার)

শেখর জ্যোতি গোস্বামী (ব্যান্ডমেট)

অমৃতপ্রভা মহান্ত (সহ-গায়িকা)

সন্দীপন গর্গ (গায়কের তুতো ভাই ও পুলিশ অফিসার)

সাঁতার কাটতে গিয়েই রহস্যজনক মৃত্যু: জিজ্ঞাসাবাদে মিলল সূত্র
৫২ বছর বয়সী জুবিন গর্গ, যিনি গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করতে গিয়েছিলেন, সেখানে সমুদ্রের কাছে সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে রহস্যজনকভাবে মারা যান। জানা যায়, একটি ইয়ট পার্টিতে তিনি সাঁতার কাটতে গিয়েছিলেন এবং তাঁকে জলে মুখ থুবড়ে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

জুবিনের এই সফরে তাঁর সঙ্গে ছিলেন সন্দীপন গর্গ। এটি ছিল তাঁর প্রথম বিদেশ সফর এবং ওই ইয়ট পার্টিতেও তিনি উপস্থিত ছিলেন। জুবিনের মৃত্যুর পর তাঁর কিছু জিনিস দেশে ফিরিয়েও আনেন সন্দীপন। আধিকারিকরা জানিয়েছেন, পাঁচ দিন ধরে তুমুল জিজ্ঞাসাবাদের পরই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ইয়ট ট্রিপের পেছনের রহস্য আরও ঘনীভূত হলো।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy