জাতীয় পুরস্কার মঞ্চে ‘লাকি চার্ম’ মেয়েকে সঙ্গে রাখলেন রানি মুখার্জি, ফাঁস হলো আবেগের গল্প

সম্প্রতি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য প্রথমবারের মতো ‘সেরা অভিনেত্রী’ হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি (Rani Mukerji)। জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ দিনে সবার নজর কেড়েছিল তাঁর গলায় থাকা একটি বিশেষ নেকলেস, যেখানে মেয়ে আদিরার নাম খোদাই করা ছিল।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কেন তিনি মেয়েকে অনুষ্ঠানে নিয়ে যেতে পারেননি, এবং কেনই বা আদিরা সেদিন কেঁদে ফেলেছিল।

১৪ বছরের নিয়মের ফাঁদে কান্না আদিরার
রানি জানান, জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে হলে বয়স কমপক্ষে ১৪ বছরের উপরে হতে হয়। এই নিয়মের কারণেই আদিরা তাঁর মায়ের সঙ্গে থাকতে পারেনি। মায়ের সঙ্গে তাঁর বিশেষ দিনে না থাকতে পেরে কেঁদে ফেলেছিল আদিরা।

রানি বলেন,

“আমাকে ওকে বলতে হয়েছিল যে, ও আমার সঙ্গে থাকতে পারবে না। তখন আদিরা বলল, ‘এটা খুবই অন্যায়, কারণ আমি তোমার জন্য সবচেয়ে খুশি, আর আমি তোমার জন্য তোমার বিশেষ দিনে একটা ছবি এঁকেছি।’ তখন আমি ওকে বলেছিলাম, ‘চিন্তা কোরো না, আমি তোমাকে আমার বিশেষ দিনে সঙ্গে রাখব।'”

রানি আরও জানান, এই কারণেই তিনি আদিরার নাম খোদাই করা নেকলেসটি পরে অনুষ্ঠানে যান, যেন মেয়ে সবসময় তাঁর সঙ্গে থাকে। পরে সামাজিক মাধ্যমে ভক্তদের পোস্ট করা নেকলেসের ছবি দেখিয়ে আদিরাকে শান্ত করেন অভিনেত্রী। রানি তাঁর মেয়ে আদিরাকে নিজের ‘লাকি চার্ম’ বলেও উল্লেখ করেছেন।

বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’
যে ছবির জন্য তিনি এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন, সেই ছবিটি পরিচালনা করেছেন অসীমা চিব্বর। এই সিনেমাটি সাগরিকা চক্রবর্তী নামের এক ভারতীয় মায়ের বাস্তব জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যাঁর সন্তানদের ২০১১ সালে নরওয়ের শিশু কল্যাণ বিভাগ নিয়ে যায়। এরপর শুরু হয় দুই দেশের মধ্যে দীর্ঘ এবং আবেগঘন আইনি লড়াই।

আসছে ‘মর্দানি ৩’: কবে মুক্তি পাচ্ছে শিবাণী শিবাজি রাও?
জাতীয় পুরস্কার পেয়ে থেমে নেই রানি। নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। আসছে ‘মর্দানি ৩’। ইয়াশ রাজ ফিল্মস নিশ্চিত করেছে যে ‘মর্দানি’-র তৃতীয় কিস্তি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রথম পোস্টারে কালো শার্ট আর ডেনিমে শিবাণী শিবাজি রাওয়ের চেনা ছন্দে দেখা যাচ্ছে রানিকে। হাতে পিস্তল, চোখে আগুন। দুই কিস্তিতে তাঁর শক্তিশালী অভিনয়ের পর, রানিকে আরও একবার সাহসী পুলিশের ভূমিকায় দেখা যাবে, যে নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধ মোকাবিলায় নিবেদিত। দুষ্টের দমন, শিষ্টের পালনের বার্তা নিয়ে আরও একবার দর্শকদের কাছে পৌঁছে যাবে এই ছবিটি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy