অপেক্ষার পালা শেষ! বিয়ের পর থেকেই চর্চায় থাকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী তাঁদের সন্তানকে প্রকাশ্যে আনলেন। তিন মাস আগে জন্ম নিলেও এতদিন ধরে সন্তানের ছবি আড়ালে রেখেছিলেন এই দম্পতি। আজ, অর্থাৎ চতুর্থীর দিনেই ছেলের সঙ্গে অনুরাগীদের আলাপ করালেন তাঁরা।
সন্তানের নাম ‘নিষাদ’
সামাজিক মাধ্যমে ছেলের ছবি পোস্ট করে পিয়া চক্রবর্তী তাঁর সন্তানের একটি মিষ্টি নাম জানিয়েছেন— নিষাদ। নামের অর্থও ব্যাখ্যা করেছেন মা:
“এই যে নিষাদ। সাত স্বরের এক স্বর। আরও এক মানে আছে। যাকে কোনও দুঃখ স্পর্শ করতে পারে না। ওকে নডি বলেও ডাকা যেতে পারে, যার একটা মস্ত মাথা আছে। কী আদুরে না?”
পিয়ার এই পোস্টে একগুচ্ছ ভালোবাসা উপচে পড়েছে, ভক্তরা একবাক্যে বলছেন, ‘কী মিষ্টি’!
পরমব্রতর চোখে পিতৃত্বের ‘ম্যাজিক’
প্রথমবার বাবা হওয়ার পর পরমব্রত নিজের অনুভূতি জানিয়েছিলেন। তিনি রসিকতা করে বলেছিলেন, এখন তাঁর প্রাথমিক ডিউটি হলো “রাতে উঠতে শেখা” এবং এক ঘুমে রাত কাবার করার অভ্যাস বদলে এখন রাতে অন্তত তিন বার ঘুম থেকে উঠতে হচ্ছে।
সন্তান জন্মের অভিজ্ঞতা বলতে গিয়ে পরমব্রত ১ জুনের স্মৃতিচারণ করে বলেন,
“ইংরেজিতে একটা কথা হচ্ছে তা হল ‘সারিয়েল’, পরাবাস্তব যাকে বলা হয়। এরকমটাও যে হয়, এরকমটাও যে হতে পারে মানে আমরা দু’জন মিলে একটা মানুষকে তৈরি করলাম এটা হজম হতে সময় লাগে। প্রথম যখন হাতে নিলাম, মনে হল, এবাবা এটা কে! এটা একটা মানুষ! আমাদের সৃষ্টি! এর জন্য প্রকৃতিকে ধন্যবাদ জানাতে হয়। কী ম্যাজিক ভাবুন!”
জানা গেছে, পিয়াও তাঁর প্রেগন্যান্সি পিরিয়ড পুরোদমে উপভোগ করেছেন এবং ওটিতে পরমব্রত তাঁর সঙ্গী হয়েছিলেন। বর্তমানে অভিনেতা পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। শুটিং ফ্লোর থেকে দূরে থেকে তিনি পরিবারেই মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন।