শাশুড়ি হতে চলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। নেহরু-গান্ধী পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। প্রিয়াঙ্কা ও রবার্ট বঢরার পুত্র রাইহান রাজীব বঢরা তাঁর দীর্ঘ ৭ বছরের প্রেমিকার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন বলে একটি বেসরকারি সংবাদ মাধ্যম সূত্রে খবর। রাইহানের হবু স্ত্রীর নাম আভিভা বেগ। রাইহানের বিয়ের প্রস্তাবে আভিভা সম্মতি দিয়েছেন এবং দুই পরিবারই এই বিয়েতে সিলমোহর দিয়েছে বলে জানা গিয়েছে। আভিভা এবং তাঁর পরিবার দিল্লিরই বাসিন্দা।
রাইহান বঢরা বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন। ২০০০ সালের ২৯ আগস্ট জন্ম নেওয়া ২৫ বছরের এই যুবক রাজনীতির অলিন্দে বড় হলেও নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন শিল্পকে। তিনি একজন পেশাদার ভিজ্যুয়াল আর্টিস্ট এবং ফটোগ্রাফার। প্রকৃতি এবং বিমূর্ত ছবি তুলতে তিনি অত্যন্ত ভালোবাসেন। ইতিপূর্বে তাঁর একক আলোকচিত্র প্রদর্শনী ‘ডার্ক পারসেপশন’ এবং কলকাতায় ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ শিল্পবোদ্ধাদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
দেরাদুন ও লন্ডনের এসওএএস (SOAS) বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা রাইহান সবসময়ই মা প্রিয়াঙ্কা বা মামা রাহুল গান্ধীর পরিচয়ের বাইরে নিজের স্বতন্ত্র পরিচয় গড়তে চেয়েছেন। বর্তমানে রাইহান ও আভিভার আংটি বদলের খবর সামনে এলেও, বিয়ের তারিখ নিয়ে বঢরা বা গান্ধী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে প্রিয়ঙ্কার ছেলের বিয়ের খবরে এখন সরগরম দিল্লির রাজনৈতিক ও সামাজিক বৃত্ত।