“কুছ কুছ হোতা হ্যায় রাহুল… তুম নেহি সমঝো গে…”— জেন-জির কাছে এই সংলাপ কিছুটা ফিল্মি মনে হলেও, একসময় এই সংলাপই ছিল ভালোবাসার প্রতিচ্ছবি। শাহরুখ খান, কাজল এবং রানি মুখোপাধ্যায় অভিনীত এই আইকনিক রোমান্টিক ছবিটি মুক্তির ২৭ বছর পূর্ণ করল। দেখতে দেখতে এতগুলো বছর কেটে গেলেও, এই সিনেমার গান, সংলাপ এবং দৃশ্য আজও দর্শকের মনে টাটকা।
১৯৯৮ সালের আজকের দিনেই মুক্তি পেয়েছিল করণ জোহরের পরিচালনায় তৈরি এই ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ (Kuch Kuch Hota Hai)। ২৭ বছর পূর্তি উপলক্ষে দেখে নেওয়া যাক এই সিনেমা সংক্রান্ত ৫টি মজাদার ও না-জানা কাহিনি:
১. ৫,৫০০ টাকার টি-শার্ট ও তিন ঘণ্টার ঝগড়া
‘কোই মিল গয়া…’ গানের জন্য শাহরুখ খানের (Shah Rukh Khan) পরা টাইট টি-শার্টটি ছিল সেই সময়ের ৫,৫০০ টাকা দামের। টি-শার্টটি এতটাই টাইট ছিল যে শাহরুখ সেটি পরতে রাজি হচ্ছিলেন না। শুধুমাত্র ওই পোশাক কেনা নিয়ে পরিচালক করণ জোহর ও ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে তুমুল ঝগড়া চলেছিল। অবশেষে সেই পোশাক কেনা হয় এবং শাহরুখকে পরতে রাজি করানো হয়।
২. সাইকেল থেকে পড়ে স্মৃতিশক্তি হারালেন কাজল!
শুটিং সেটে কাজলের (Kajol) সঙ্গে ছোটখাটো দুর্ঘটনা আগেও ঘটেছে। তবে এই সিনেমার শুটিংয়ে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা। ‘হায় হায় রে হায় ইয়ে লড়কা…’ গানের শুটিংয়ের সময় সাইকেল থেকে পড়ে যান কাজল। হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পাশাপাশি তিনি আচমকাই ২-৩ দিনের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। সেই সময় মরিশাসের কোকো হোটেলে নিজের ঘরে হাউহাউ করে কেঁদে ফেলেছিলেন তিনি। মজার বিষয় হলো, সেই কঠিন সময়ে তিনি কেবল তাঁর তৎকালীন প্রেমিক (বর্তমান স্বামী) অজয় দেবগণকেই চিনতে পেরেছিলেন।
৩. রানির কণ্ঠস্বর ‘ডাব’ করতে চেয়েছিলেন করণ
ছবিটির শুটিংয়ের সময় রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) বয়স ছিল মাত্র ১৯ বছর। তাঁর গলার স্বর কিছুটা ভারী বা ‘হাস্কি’ হওয়ায় পরিচালক করণ জোহর প্রাথমিকভাবে রানির কণ্ঠস্বর ডাব (Dub) করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি, রানি নিজের সংলাপ নিজেই বলেন। পরে এই কণ্ঠস্বরই তাঁর আলাদা পরিচিতি তৈরি করে।
৪. লম্বা সংলাপ ভুলে ‘শাড়ি’তে শেষ শাহরুখ
রাহুল (শাহরুখ খান) এবং অঞ্জলির (কাজল) দীর্ঘ ৮ বছর পর ফের মুখোমুখি হওয়ার দৃশ্যটি দর্শকদের কাছে আজও খুবই প্রিয়। এই দৃশ্যে পরিচালক যদিও দুই তারকার জন্য লম্বা সংলাপ রেখেছিলেন, কিন্তু শাহরুখ ও কাজল বারবার সংলাপ ভুলে যাচ্ছিলেন। ফলে বাধ্য হয়েই পুরো সংলাপ বাদ দিতে হয়। শাহরুখ কেবল কাজলের দিকে তাকিয়ে বলেন, “শাড়ি…!” —আর সেই একটি শব্দই জন্ম দেয় সিনেমার অন্যতম জনপ্রিয় দৃশ্যের।
৫. শিশুর কণ্ঠও ছিল অন্যজনের
এই সিনেমায় শিশুশিল্পী হিসেবে সানা সাঈদ এবং পারজান দস্তুর অভিনয় করেন। পারজানের সেই বিখ্যাত সংলাপ, “তুস্সি যা রহে হো, তুস্সি না যাও…”, আসলে তাঁর নিজের কণ্ঠে ছিল না। এই সংলাপটির ডাবিং করেছিলেন শিশুশিল্পী কৈবল্য চাড্ডা।
উল্লেখ্য, মাত্র ১০ কোটি টাকা বাজেটে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে সেই সময় ভারতে ৮০ কোটি এবং গ্লোবালি মোট ১০৬ কোটি টাকারও বেশি আয় করে সর্বকালের অন্যতম সফল ছবি হিসেবে জায়গা করে নেয়।