বিগত এক বছর ধরে বলিউড জুড়ে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্যা রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) ব্যক্তিগত জীবন এবং তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ‘হট টপিক’ হয়ে রয়েছে। এরই মাঝে সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেট জুড়ে ভাইরাল হয়েছে, যেখানে এই তারকা দম্পতিকে উৎসবে সামিল হতে দেখা যাচ্ছে।
নেটিজেনরা এটিকে চলতি বছরের করবা চৌথ উদযাপনের দৃশ্য বলে অনুমান করলেও, জানা গেছে এটি একটি পুরনো ভিডিও যা তাঁদের দাম্পত্য গুঞ্জনের মধ্যেই ফের ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওর আসল সত্য
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে অভিষেক বচ্চনকে কালো স্যুটে এবং ঐশ্বর্যা রাই বচ্চনকে সোনালী কাজ করা লাল স্যুটে দেখা যাচ্ছে। প্রথমে অনেক নেটিজেন এটিকে তাঁদের ২০২৫ সালের করবা চৌথ উদযাপনের মুহূর্ত বলে মনে করেন।
তবে কমেন্ট বক্সে এক নেটিজেন জানান, এটি আসলে ২০১৯ সালের একটি ভিডিও। মুকেশ আম্বানির বোন নিনা কোঠারির মেয়ে নয়নতারা কোঠারির বিবাহ-পূর্ব অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সেদিন আম্বানির বাড়ি ‘অ্যান্টিলিয়া’-তে গিয়েছিলেন। সেই জমকালো অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন মুকেশ ও নীতা আম্বানি।
ডিভোর্স জল্পনা কেন তুঙ্গে?
দীর্ঘদিন ধরেই অভিষেক ও ঐশ্বর্যাকে একসঙ্গে জনসমক্ষে খুব কম দেখা যাচ্ছে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সময় থেকেই তাঁদের ডিভোর্স জল্পনা তুঙ্গে ওঠে।
সম্প্রতি অভিষেকের জীবনে এক বিশেষ মুহূর্তে ঐশ্বর্যের অনুপস্থিতি এই বিতর্ক আরও উসকে দেয়। এ বছর অভিষেক তাঁর ‘আই ওয়ান্ট টু টক’ (২০২৪) ছবির জন্য প্রথমবারের মতো সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জেতেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিষেক মা জয়া বচ্চন এবং বোন শ্বেতা বচ্চনের সঙ্গে উপস্থিত থাকলেও, ঐশ্বর্যা সেখানে ছিলেন না।
যদিও পুরস্কার জেতার পর দেওয়া ভাষণে অভিষেক মঞ্চ থেকে ঐশ্বর্যা এবং মেয়ে আরাধ্যাকে ধন্যবাদ জানাতে ভোলেননি। কিন্তু বারবার বিতর্কিত গুজবের কারণে বচ্চন পরিবারের এই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন এখনও পুরোপুরি থামছে না।