এই ৫ তারকা জুটি সত্যিই কি প্রেম করছেন? রোমান্সের গুঞ্জনে ভাসছে ইন্ডাস্ট্রি

বলিউড মানেই শুধু ক্যামেরার সামনে গ্ল্যামার আর অভিনয় নয়, পর্দার আড়ালে তারকাদের প্রেম কাহিনিও সমানভাবে আকর্ষক। বর্তমানে বলিউডের এমন বেশ কিছু সেলেব জুটি তাঁদের সম্পর্ক নিয়ে রীতিমতো চর্চায়। যদিও তাঁদের কেউই স্পষ্ট করে কিছু বলছেন না, তবে একসঙ্গে ঘোরাঘুরি, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ রিল বা ছবি—সবই যেন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, প্রেম বেশ জমে উঠেছে! এক নজরে দেখে নেওয়া যাক সেই ‘প্রেমিক’ বলিউড কাপলদের, যাঁরা এখন রোমান্সের গুঞ্জনে চরম ট্রেন্ডিং!

১. শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদি: রহস্যময়ী জুটি
বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ শ্রদ্ধা কাপুর এবং চিত্রনাট্যকার রাহুল মোদির সম্পর্ক নিয়ে গুঞ্জন থামছেই না। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে কখনও এয়ারপোর্টে, কখনও আবার ফেরির ডেকে। এমনকি শ্রদ্ধার ইনস্টাগ্রাম পোস্টে রাহুলকে ক্যামেরার পিছনে দেখা যাওয়াতেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। যদিও দু’জনেই এই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন, তাঁদের রহস্যময়ী উপস্থিতিই যেন সব প্রশ্নের জন্ম দিচ্ছে।

২. রশ্মিকা মান্দান্না ও বিজয় দেবেরাকোন্ডা: অনস্ক্রিন থেকে অফস্ক্রিন রোমান্স
দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মান্দান্না ও বিজয় দেবেরাকোন্ডার অনস্ক্রিন কেমিস্ট্রি তো দর্শকদের মন জয় করেছে আগেই। এবার অফস্ক্রিনেও তাঁদের রোমান্স নিয়ে আলোচনা তুঙ্গে। একসঙ্গে ট্র্যাভেল, এয়ারপোর্ট লুকস আর রশ্মিকার চুপিসারে হাসি—সবই যেন প্রেমের ইঙ্গিত বহন করছে। এই জুটির ঘনিষ্ঠতা এখন অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

৩. ইব্রাহিম আলি খান ও পলক তিওয়ারি: নতুন প্রজন্মের গুঞ্জন
নতুন প্রজন্মের আইকন ইব্রাহিম আলি খান ও পলক তিওয়ারিও প্রেমের গুঞ্জনে নাম লিখিয়েছেন। রেস্তোরাঁ থেকে একসঙ্গে বেরোনো হোক বা ইভেন্টে তাঁদের উপস্থিতি—সবই মিডিয়ার নজর কেড়েছে। এমনকি পলকের বাবা পর্যন্ত তাঁদের ‘বন্ধুত্ব’ নিয়ে মন্তব্য করেছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে ‘বন্ধুত্বের’ আড়ালে কিছু গভীর সম্পর্ক গড়ে উঠছে। এই তরুণ জুটি এখন বি-টাউনের অন্যতম চর্চিত বিষয়।

৪. কৃতি শ্যানন ও কবির বহিয়া: লন্ডন থেকে গ্রিস পর্যন্ত প্রেম
অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি নাম জড়িয়েছেন লন্ডনের ব্যবসায়ী কবির বহিয়ার সঙ্গে। তাঁদের একসঙ্গে গ্রিসে ছুটি কাটানো এবং পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ—সবই যেন এক অলিখিত প্রেম ঘোষণা। কো-অর্ডিনেটেড লুক এবং তাদের সফর—এই কাপলকেও গসিপ লাভাররা নজরে রেখেছেন। তাদের রসায়ন ইঙ্গিত দিচ্ছে এক নতুন প্রেমের সূচনা।

৫. কঙ্কণা সেন শর্মা ও অমল পরাশর: মিষ্টি বন্ধুত্ব থেকে প্রেমের রসায়ন
সবশেষে, অভিনেত্রী কঙ্কণা সেন শর্মা ও অভিনেতা অমল পরাশরের মধ্যকার মিষ্টি বন্ধুত্ব এখন রীতিমতো প্রেমের গুঞ্জনে রূপ নিচ্ছে। ইভেন্টে একসঙ্গে হাজির হওয়া, আবার সোশ্যাল মিডিয়ায় ক্যাজুয়াল উপস্থিতি—সব কিছুতেই জমে উঠছে তাঁদের সম্পর্কের রসায়ন। যদিও অমল একবার সম্পর্ক নিয়ে মন্তব্য করেছিলেন, তবুও স্পষ্ট কিছু জানাতে চান না দু’জনেই। তাঁদের এই ‘বন্ধুত্ব’ এখন বলিউডে এক নতুন জল্পনার জন্ম দিয়েছে।

বলিউডের এই প্রেমকাহিনিগুলি লুকিয়ে রাখলেও, গুঞ্জন আর চাপা থাকে না। সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা না আসুক, এই পাঁচ জুটি কিন্তু এখন টিনসেল টাউনের হট টপিক। প্রেম আছে না নেই—তা জানার জন্য ভক্তরা কিন্তু তাঁদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রেখেই চলেছেন!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy