আন্তর্জাতিক মঞ্চে এবার পাঞ্জাবের মাটির সোঁদা গন্ধে সাড়া ফেললেন সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। তাঁর অভিনীত ও ইমতিয়াজ আলি পরিচালিত বহুল চর্চিত বায়োপিক ‘অমর সিং চমকিলা’ (Amar Singh Chamkila)-র জন্য দিলজিৎ ২০২৫ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে (International Emmy Awards) মনোনয়ন (nomination) পেয়েছেন।
দিলজিৎ একা নন, সিনেমাটি মোট দুটি বিভাগে মনোনয়ন পেয়েছে:
১. সেরা অভিনেতা (Best Actor) – দিলজিৎ দোসাঞ্জ
২. সেরা টিভি মুভি (Best TV Movie)
ইনস্টাগ্রামে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে দিলজিৎ পরিচালক ইমতিয়াজ আলি ও পুরো টিমকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি লিখেছেন, “সবকিছুই সম্ভব হয়েছে ইমতিয়াজ আলি স্যারের কারণে।”
কী এই ‘অমর সিং চমকিলা’ সিনেমা?
‘অমর সিং চমকিলা’ ছবিটি মূলত পাঞ্জাবের কিংবদন্তি ও অত্যন্ত বিতর্কিত লোকগায়ক অমর সিং চমকিলা-র জীবনকাহিনি অবলম্বনে নির্মিত।
চরিত্রায়ণ: চমকিলার চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং তাঁর স্ত্রী অমরজোতের ভূমিকায় রয়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)।
কাহিনি: সিনেমাটি তুলে ধরেছে কীভাবে এক তরুণ সঙ্গীতশিল্পী সমাজের রীতিনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে সাংস্কৃতিক আইকনে পরিণত হন। পাঞ্জাবের রঙিন, অথচ অস্থির পটভূমিতে নির্মিত এই সিনেমাটি শিল্পীর খ্যাতির শিখরে ওঠা এবং ব্যক্তিগত জীবনের নানা টানাপড়েন দেখিয়েছে।
বিতর্ক: ভালোবাসা, সম্পর্ক ও সমাজ নিয়ে খোলামেলা গানে সাহসী মন্তব্যের জন্য চমকিলা যেমন বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন, তেমনই কড়া সমালোচনারও মুখে পড়েছিলেন।
মাত্র ২৭ বছর বয়সে চমকিলাকে নির্মমভাবে হত্যা করা হয়, তবে তিনি পাঞ্জাবি সঙ্গীত ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন।