ইতিহাস গড়ল নেপাল, ৯৯ রানের বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়! টি-২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারের আগে বিরাট সাফল্য

শারজাতে সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেপাল ক্রিকেট দল এক পেশাদারী পারফরম্যান্সের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল। অধিনায়ক রোহিত পাউডেলের নেতৃত্বে নেপাল ৯৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে ম্যাচটিকে একপেশে করে তোলে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দিকে তাকিয়ে থাকা নেপালের জন্য এই জয়টি সঠিক সময়ে আসা এক বিরাট সাফল্য।

এই জয়ের সঙ্গে সঙ্গেই নেপাল শুধু সিরিজে ২-০-এর অজেয় লিডই নেয়নি, বরং একাধিক রেকর্ডও গড়েছে। নেপাল প্রথম সহযোগী দল (Associate Team) হিসেবে যেকোনো ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের মতো পূর্ণ সদস্যের দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ জিতল। পাশাপাশি, টেস্ট না খেলা কোনো দেশের এটাই সবচেয়ে বড় জয় (বিশাল ৯৯ রানের)। এর আগে ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮১ রানে জয়লাভের রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে।

‘২০২৬ বিশ্বকাপ খেলার লক্ষ্য আছে’:

ম্যাচ পরবর্তী উপস্থাপনায় ক্যাপ্টেন পাউডেল বলেন যে, তাদের দল উপমহাদেশে অনুষ্ঠিত হতে চলা এই বড় ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করতে চায়।

পাউডেল বলেন, “নেপালের ওপর এখন সবার নজর, আমরা এই ধারা বজায় রাখতে চাই এবং টেস্ট খেলুড়ে দেশগুলোর বিরুদ্ধে আরও অনেক সিরিজ খেলতে চাই। আমরা এই সিরিজটি ‘ক্লিন সুইপ’ করে শেষ করতে চাই, এর জন্য আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে সেই গতিশক্তি কোয়ালিফায়ার পর্যন্ত বজায় থাকবে এবং আমরা ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে চাই।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy