উত্তর ভারতে ধুমধামের সঙ্গে পালিত হয়েছে হিন্দু মহিলাদের ঐতিহ্যবাহী করবা চৌথ ব্রত। এই আনন্দ উদযাপন থেকে বাদ যাননি বি-টাউনের তারকারাও। প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠী, হিনা খান, রাকুল প্রীত সিং কিংবা পরিণীতি চোপড়ার মতো তারকারা তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে বিশেষ দিনটি পালন করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি আসতেই মুগ্ধ অনুরাগীরা।
নিকের সারপ্রাইজ়ে মুগ্ধ প্রিয়াঙ্কা:
‘দেশী গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এই বছর তাঁর শ্বশুরবাড়ি আমেরিকাতে করবা চৌথ ব্রত পালন করেছেন। অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্তের নানা ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন এক আবেগঘন কথা। তিনি জানান, “অবাক করার বিষয়, নিক ফিরে এসেছে! তাঁর ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেছে যাতে আমার সঙ্গে করবা চৌথ উদযাপন করতে পারে। আমার শাশুড়ি একদিন আগেই আমাকে সর্গি পাঠিয়েছেন। আমার মা গ্রেট শেফ বিকাশ খান্নার থেকে আমার জন্য খাবার পাঠিয়েছে যাতে আমি উপোস ভাঙতে পারি। এই সব কিছুই যেন স্বপ্ন আমার কাছে! তোমাকে ভালোবাসি নিক।” প্রিয়াঙ্কার এই পোস্ট দেখে স্পষ্ট, ব্যস্ততার মধ্যেও নিক জোনাসের উপস্থিতি তাঁর দিনটিকে আরও স্পেশাল করে তুলেছে।
অন্তঃসত্ত্বা পরিণীতির বিশেষ ব্রত:
কিছুদিন আগেই অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা তাঁদের জীবনে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করেছেন। এর মাঝেই পরিণীতি তাঁর স্বামীর জন্য উপবাস রাখেন। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, “আমার চাঁদ, আমার ভালোবাসা। সকলকে করবা চৌথের শুভেচ্ছা।”
উপোস রাখলেন আয়ুষ্মান ও তাহিরাও:
বলিউডের আরেক প্রিয় তারকা দম্পতি আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপও তাঁদের আনন্দ উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তাঁরা লেখেন, “আমরা দুজনেই একে অপরের জন্য উপবাস রেখেছি। আমাদের একে অপরের প্রতি অদম্য শ্রদ্ধা-ভালোবাসা আমাদের জিয়ন কাঠি।”
এছাড়াও মিষ্টি কাপল রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানী তাঁদের করবা চৌথের ছবি শেয়ার করেছেন। এই তালিকায় আরও রয়েছেন शीतल ও বিক্রম ম্যাসি, মৌনি রয় ও সূরজ নাম্বিয়ার, নাতাশা দালাল ও বরুণ ধাওয়ানসহ আরও অনেক তারকাই। সারা দিনের উপোসের পর চাঁদ দেখে স্বামীর হাতে জল পান করে ব্রত ভাঙেন এই তারকারা।