‘আমি কি পাগল নাকি, স্টাফদের টাকা দেব?’ অমরীশ পুরীর কোটি টাকার সরলতা ফাঁস করলেন সৌরভ শুক্লা

বলিউডে অভিনেতা-অভিনেত্রীদের ক্রমবর্ধমান ‘এন্টোরাজ খরচ’ বা ব্যক্তিগত সহায়ক গোষ্ঠী নিয়ে প্রযোজক মহলে বহু দিন ধরেই চাপা গুঞ্জন চলছে। যেখানে আজকের তারকারা ফটোগ্রাফার থেকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়ে বিশাল দলবল সঙ্গে ঘোরেন, সেখানে কিংবদন্তি অভিনেতা অমরীশ পুরীর জীবনযাপন ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতিচারণা করে আজকের তারকাদের জন্য বড় বার্তা দিলেন বর্ষীয়ান অভিনেতা সৌরভ শুক্লা।

নিজের গাড়ি নিজে চালাতেন অমরীশ পুরী
জনপ্রিয় ভিলেন অমরীশ পুরীর পর্দার রুক্ষ চেহারার সঙ্গে তাঁর বাস্তব ব্যক্তিত্বের ছিল আকাশ-পাতাল তফাৎ। সৌরভ শুক্লা স্মৃতিচারণ করে বলেন, যখন তিনি ‘নায়ক: দ্য রিয়েল হিরো’ ছবির সেটে যান, তখন দূর থেকে তারকাদের বিশাল দলবল দেখতে অভ্যস্ত ছিলেন। কিন্তু অমরীশ পুরীর ক্ষেত্রে গিয়ে তিনি রীতিমতো ধাক্কা খান।

সৌরভ জানান, অমরীশ পুরী নাকি প্রতিটি ছবিতে লিড অভিনেতার থেকে মাত্র এক টাকা বেশি পারিশ্রমিক নিতেন— যা তাঁর আত্মসম্মানবোধের পরিচয়। কিন্তু তাঁর সঙ্গে কোনো আপ্ত সহায়ক বা ব্যক্তিগত গাড়িচালক থাকত না। তাঁর টিমে থাকত শুধু একজন মেকআপম্যান!

সৌরভ শুক্লার এই প্রশ্নে অমরীশ পুরী হেসে যে উত্তর দিয়েছিলেন, তা আজকের তারকাদের জন্য এক বড় শিক্ষা:
“আমি অবাক হয়ে একবার ওঁকে জিজ্ঞেস করেছিলাম, ‘আপনি এত বড় অভিনেতা, আপনার এত নাম, এত বছর কাজ করছেন, ব্যক্তিগত কোনো দলবল নেই?’ উনি হেসে বলেছিলেন, ‘আমি কি পাগল নাকি? আয় করব আমি আর সে সব টাকা দিয়ে দেব স্টাফদের? তাই নিজের গাড়ি নিজে চালিয়ে এসেছি। এন্টোরাজ নিয়ে সময় আর টাকা— দুটোই নষ্ট।'”

সৌরভ শুক্লার মতে, অমরীশ পুরী ছিলেন এক প্রতিষ্ঠান। তাঁর সরলতা, পেশাদারিত্ব এবং সময়নিষ্ঠা থেকে আজকের প্রজন্ম অনেক কিছু শিখতে পারে।

রণবীর কাপুরের জন্য অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বদল!
একই সাক্ষাৎকারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সৌরভ শুক্লা তাঁর জীবনের এক কঠিন সময়ের কথা তুলে ধরেন। তিনি জানান, ‘বরফি’ ছবির শুটিংয়ের সময় তিনি অভিনয়ের প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছিলেন এবং লেখক হতে চেয়েছিলেন!

তাঁর অভিযোগ ছিল, সবাই তাঁকে ‘দারুণ অভিনেতা’ বললেও তাঁর কাছে কেবল একদিনের অতিথি চরিত্রের প্রস্তাব আসত, যেখানে নিজেকে প্রমাণের সুযোগ ছিল না। তিনি পরিচালক অনুরাগ বসুকে স্পষ্ট বলে দেন, ভালো চরিত্র না থাকলে যেন তাঁকে আর না ডাকা হয়।

কিন্তু এই মানসিকতা বদলে যায় ‘বরফি’ ছবির সেটে। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেতা রণবীর কাপুর।

সৌরভ শুক্লা রণবীরের প্রশংসা করে বলেন, “রণবীর ভীষণ আকর্ষণীয়, প্রাণবন্ত এবং বুদ্ধিমান। যেকোনো বিষয়ে ওর সঙ্গে আলোচনা করা যেত।” তিনি আরও জানান, রণবীর ও তাঁর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল এবং অভিনয়ের সময় রণবীরের কিছু কাজ তাঁকে গভীরভাবে প্রভাবিত করত। সেখান থেকেই তাঁর অভিনয়ের প্রতি হারানো আগ্রহ ফের জেগে ওঠে। সৌরভের কথায়: “মনে হল— হ্যাঁ, অভিনয় সত্যিই এক আনন্দের জিনিস! সেই থেকে আর পিছন ফিরে তাকাইনি।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy