‘আমরা হাল ছাড়ব না!’ ‘ক্যাপস ক্যাফে’-তে অতর্কিত গুলিবর্ষণ, কপিলের কড়া বার্তা

জনপ্রিয় ভারতীয় কৌতুক অভিনেতা কপিল শর্মার নতুন প্রতিষ্ঠিত ‘ক্যাপস ক্যাফে’ উদ্বোধনের মাত্র পাঁচ দিনের মাথায় এক নারকীয় হামলার শিকার হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে অবস্থিত এই ক্যাফেতে অন্তত ৯ থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয়, যা শুধু শর্মা পরিবার নয়, গোটা প্রবাসী ভারতীয় সমাজকে নাড়িয়ে দিয়েছে। যে ক্যাফেটি কপিল এক ‘আনন্দময় পরিবেশ’ তৈরির স্বপ্ন নিয়ে খুলেছিলেন, সেটি এখন হিংসার ক্ষত বয়ে বেড়াচ্ছে।

ভোরের হামলা: ভয়াল অভিজ্ঞতা কর্মচারীদের
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিট নাগাদ। ক্যাফের জানালা লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। সৌভাগ্যবশত, হামলার সময় ক্যাফের কর্মচারীরা ভেতরে থাকলেও, কোনো হতাহতের খবর নেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গুলি চালানোর ভিডিও ভাইরাল হয়েছে, যা ঘটনার বীভৎসতা স্পষ্ট করে। গত ৪ জুলাই মহা ধুমধামে এই ক্যাফের উদ্বোধন হয়েছিল, আর তার ঠিক পাঁচ দিনের মাথায় এমন ঘটনা স্তম্ভিত করেছে সকলকে।

কপিলের মর্মস্পর্শী বার্তা: ‘আমরা হাল ছাড়ব না!’
এই হৃদয়বিদারক ঘটনার পর কপিল শর্মা সোশ্যাল মিডিয়ায় এক মর্মস্পর্শী বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “মন থেকে একটা কথা বলতে চাই। ক্যাপস ক্যাফের তরফে বার্তা, ‘এই ঘটনা চমকে দিয়েছে, কিন্তু আমরা হাল ছাড়ব না!'” কপিল তার বিবৃতিতে আরও স্পষ্ট করেছেন যে, যেখানে তিনি একটি আনন্দময় এবং মিলনকেন্দ্র তৈরির স্বপ্ন দেখেছিলেন, সেখানে হিংসার মাধ্যমে সেই স্বপ্নকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

কপিলের পোস্টে (যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে) তিনি লিখেছেন, “এই ক্যাফে আপনাদের বিশ্বাস-ভালোবাসায় তৈরি হয়েছিল। জঘন্য অপরাধের বিরুদ্ধে একযোগে চলুন প্রতিবাদ জানাই। ক্যাপস ক্যাফেতে তৈরি হোক এমন এক জায়গা যেখানে সকল সম্প্রদায় আনন্দে মিলেমিশে আনন্দ উপভোগ করতে পারে।”

তিনি সারে পুলিশ এবং ডেল্টা পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এবং নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

স্বপ্নের উপর আঘাত, কিন্তু অটুট মনোবল:
কপিল শর্মা তার কমেডির মাধ্যমে কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ‘ক্যাপস ক্যাফে’ ছিল তার সেই আনন্দ ছড়িয়ে দেওয়ারই এক নতুন প্রচেষ্টা, যা প্রবাসী ভারতীয়দের কাছে একটি মিলনস্থল হয়ে উঠছিল। এই হামলা সেই স্বপ্নের উপর সরাসরি আঘাত। তবে কপিলের দৃঢ় বার্তা স্পষ্ট করে দিয়েছে যে, এই ধরনের হিংসা তার মনোবল ভাঙতে পারবে না। বরং তিনি আরও বেশি করে এই ক্যাফেটিকে একটি ইতিবাচক এবং শান্তিপূর্ণ মিলনকেন্দ্রে পরিণত করার সংকল্প নিয়েছেন।

এই ঘটনা কানাডার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। তবে কপিল শর্মার এই কঠিন সময়ে তাঁর অনুরাগীরা এবং স্থানীয় প্রশাসন তাঁর পাশে রয়েছে, যাতে ‘ক্যাপস ক্যাফে’ আবারও তার উদ্দেশ্য পূরণ করতে পারে – আনন্দ এবং সম্প্রদায়ের একতা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy