‘আট ঘণ্টার বেশি কাজ নয়’! ছবি ছাড়লেও পাত্তা দেন না দীপিকা, রণবীরকে নিয়ে কেন দুবাই ছুটলেন বিন্দাস নায়িকা?

বলিউডে আপাতত অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দীপিকা পাডুকোন। সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আট ঘণ্টার বেশি শিফট করবেন না। এই সিদ্ধান্তের জেরে তাঁর হাত থেকে ফসকে গিয়েছে বেশ কিছু বড় ছবি, যার মধ্যে উল্লেখযোগ্য হল বৈজয়ন্তী মুভিজের ‘কল্কি’ ছবির সিক্যুয়েল। কিন্তু এসবে একেবারেই পাত্তা দিচ্ছেন না দীপিকা। বরং স্বামী রণবীর সিংকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় দীপিকার হিজাব পরা একটি ছবি ভাইরাল হওয়ায় নেটপাড়ার একাংশ হতবাক হয়েছেন।

কেন হঠাৎ এমন রূপ?
হিজাব পরা দীপিকার ছবি দেখে অনেকেই মনে করছেন, দুবাইয়ে গিয়ে অভিনেত্রী বুঝি ধর্মান্তরিত হলেন, বা মুম্বই ছেড়ে সেখানেই বাড়ি কিনেছেন!

তবে সূত্র মারফত জানা গিয়েছে, এই সব জল্পনা সম্পূর্ণ মিথ্যা। অভিনেত্রী বর্তমানে আবু ধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিরাট বিজ্ঞাপনী শুটে অংশ নিচ্ছেন। সেই শুটের জন্যই ওমন পোশাক পরে দুবাইয়ের নানা উল্লেখযোগ্য জায়গায় দীপিকা ও রণবীরকে দেখা যাচ্ছে। বলা যায়, মেয়ে দুয়া হওয়ার পর এটাই প্রথমবার ক্যামেরার সামনে একসঙ্গে এলেন এই তারকা দম্পতি।

কাজ ছাড়লেও ‘বিন্দাস’ দীপিকা
কাজের সময়সীমা নিয়ে দীপিকার কঠোর অবস্থানের কারণেই তাঁর কেরিয়ারে বড়সড় প্রভাব পড়েছে। শোনা যায়, ‘কল্কি’ ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়ার পর আরও বেশ কয়েকটি ছবি থেকে তিনি নিজেই সরে দাঁড়ান। প্রত্যেক ক্ষেত্রেই তাঁর একটাই কারণ—আট ঘণ্টার শিফট।

তবে এই সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য না করলেও, তাঁর হাবভাবে স্পষ্ট, তিনি ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিচ্ছেন। একের পর এক ছবি ছেড়ে দিলেও রণবীরের সঙ্গে তাঁর এই দুবাই বিজ্ঞাপন প্রমাণ করল—তিনি আজও বলিউডের বিন্দাস নায়িকা। শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবিতে কাজ করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন, তবে তা অবশ্যই তাঁর বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy