“আকাশে তারাদের মেলা”-বলিউডের কোন সুপারস্টারের প্রাইভেট জেট কত দামি?

গ্ল্যামার আর আভিজাত্যের সমার্থক বলিউড। এখানকার সুপারস্টারদের জীবনযাপন সবসময়ই ভক্তদের কৌতূহলের কেন্দ্রে থাকে। ফ্যামিলি ট্রিপ, শুটিংয়ের কাজে দূরে যাতায়াত অথবা নিছকই ব্যক্তিগত প্রয়োজন – বলিউডের অধিকাংশ তারকাই আজকাল বেছে নিচ্ছেন প্রাইভেট জেট। এটি শুধু সময় বাঁচায় না, তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাও নিশ্চিত করে। কিন্তু জানেন কি, কোন তারকার প্রাইভেট জেট কত কোটি টাকা দামের? আসুন জেনে নেওয়া যাক বলিউড তারকাদের বিলাসবহুল উড়ন্ত প্রাসাদগুলির অজানা কিছু তথ্য।

বলিউডের বাদশাহ শাহরুখ খান: উড়ন্ত ‘মন্নত’
বলিউডের বাদশাহ শাহরুখ খান তাঁর প্রাইভেট জেটে চড়েই অধিকাংশ জায়গায় যাতায়াত করে থাকেন। তাঁর প্রাইভেট জেটের মডেল হলো Gulfstream G550। এই বিলাসবহুল জেটে একসঙ্গে ১৯ জন যাত্রী স্বাচ্ছন্দ্যে সফর করতে পারেন। এর আনুমানিক দাম প্রায় ৫২৬ কোটি টাকা। যেন এক চলমান ‘মন্নত’, যা নিয়ে উড়ে যান বিশ্বের যেখানে খুশি!

বিগ বি অমিতাভ বচ্চন: বচ্চন পরিবারের উড়ন্ত আভিজাত্য
বচ্চন পরিবারের প্রাইভেট জেটের ছবি একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে। অমিতাভ বচ্চনের নিজস্ব এই জেটের মডেল হলো Bombardier Challenger 300। এটিতে মোট ১০ জন যাত্রী সফর করতে পারেন। এই জেটের দাম প্রায় ২৬০ কোটি টাকা। আভিজাত্য আর সুবিধার এক দারুণ মিশ্রণ।

খিলাড়ি অক্ষয় কুমার: গতিময়তার প্রতীক
বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারেরও রয়েছে ব্যক্তিগত জেট প্লেন। তাঁর জেটের মডেল হলো Hawker 800। যদিও এটি শাহরুখ বা অমিতাভের জেটের থেকে আকারে বেশ ছোট, এটি গতিময়তার জন্য পরিচিত। এতে মোট ৮ জন যাত্রী সফর করতে পারেন। এই জেটের দাম প্রায় ১৭১ কোটি টাকা। অক্ষয়ের স্টাইলের সঙ্গেই যেন মানানসই এই জেট।

পাতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান: একই বিলাসী পছন্দ
আশ্চর্যজনকভাবে, সাইফ আলি খান এবং শাহরুখ খানের প্রাইভেট জেটের মডেল একই – Gulfstream G550। সুতরাং, পাতৌদি পরিবারের এই জেটের দামও প্রায় ৫২৬ কোটি টাকা। এটিতে মোট ১৯ জন যাত্রী সফর করতে পারবেন এবং শাহরুখের জেটের মতোই এতে রয়েছে বিভিন্ন অত্যাধুনিক সুযোগ সুবিধা। নবাবের জীবনযাত্রার সঙ্গেই যেন এই জেট পুরোপুরি মিলে যায়।

অজয় দেবগণ: প্রথম সারির পথপ্রদর্শক
অজয় দেবগণ বরাবরই বিলাসবহুল জীবনযাত্রাই পছন্দ করেন। তবে তিনি শুধু বিলাসী নন, এই ক্ষেত্রে তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। অজয় দেবগণ বলিউডের প্রথম স্টারদের মধ্যে একজন, যিনি প্রাইভেট জেট কিনেছিলেন। তাঁর সিক্স স্টার এই জেটের দাম আনুমানিক ৮৪ কোটি টাকা।

ভাইজান সালমান খান: প্রচার ও শুটের বিশ্বস্ত সঙ্গী
বলিউডের ভাইজান সালমান খানেরও একটি প্রাইভেট জেট রয়েছে। তিনি তাতেই ট্রাভেল করতে বেশি পছন্দ করেন। ছবির প্রচার হোক কিংবা শুটিং, সালমান প্রধানত প্রাইভেট জেটেই যাতায়াত করে থাকেন। তাঁর জেটের মডেল হলো Bombardier Challenger 300, যা অমিতাভ বচ্চনের জেটের একই মডেল। এর সুনির্দিষ্ট দাম উল্লেখ না করা হলেও, এটি যে তাঁর কাজের সুবিধার জন্য এক অপরিহার্য অংশ, তা বলাই বাহুল্য।

বলিউডের এই তারকারা শুধু বড় পর্দায় নয়, আকাশপথেও নিজেদের আভিজাত্য আর সাফল্য ফুটিয়ে তুলছেন। তাঁদের এই প্রাইভেট জেটগুলো যেন তাঁদের তারকা জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy