অসমের বাকসায় ধুন্ধুমার! জুবিন হত্যার অভিযুক্তদের জেল হেফাজতের পরই অগ্নিগর্ভ পরিস্থিতি, কেন এই তীব্র জনরোষ?

প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg) হত্যা কাণ্ডের অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ ঘিরে আবারও উত্তাল হয়ে উঠল অসমের বাকসা জেলা। প্রয়াত গায়কের মৃত্যুতে আবেগে বাঁধ ভাঙা জনরোষের মুখে পড়ে পুলিশ ও প্রশাসন।

অভিযুক্তদের আনায় গণরোষ, পুড়ল পুলিশের গাড়ি
বৃহস্পতিবার বাকসা আদালত ৫ জন অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেয়। অভিযুক্তদের সংশোধনাগারে নিয়ে আসার সময়ই জনরোষের মুখে পড়ে পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে তুমুল ইট বৃষ্টি শুরু হয়। উত্তেজিত জনতা এই সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলেও খবর।

পরিস্থিতি সামাল দিতে গিয়ে একজন পুলিশকর্তা-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী এবং কর্তব্যরত সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

লাঠিচার্জ ও ইন্টারনেট বন্ধ
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। জনরোষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বাকসা জেলায় সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

অসমের অন্যতম জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যু স্বাভাবিক ছিল না, এই সন্দেহের বশেই রাজ্যের মানুষ ক্ষুব্ধ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে এই বিক্ষোভ। অসম-প্রশাসন গোটা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং দ্রুত শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।

এই ঘটনার জেরে বাকসা-সহ রাজ্যের অন্যান্য অংশেও চাপা উত্তেজনা বিরাজ করছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy