আজ ভারতীয় সিনেমার ‘ভীষ্ম পিতামহ’ অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন। দীর্ঘ ৫৬ বছরের অভিনয় জীবনে কোনো কলঙ্ক স্পর্শ করতে পারেনি এই কিংবদন্তিকে। কলকাতার জল-হাওয়ায় যৌবন কাটানো এই ‘নিপাট ভদ্রলোক’ ভীষ্মের মতোই ৮৩ বছর বয়সেও ভারতীয় চলচ্চিত্রের কুলমর্যাদা রক্ষা করে চলেছেন।
অমিতাভ বচ্চনের ফিল্মোগ্রাফিতে ‘শোলে’ একটি আধুনিক পশ্চিমা ঘরানার নজির তৈরি করেছিল, যা আগামিদিনের দেশীয় সিনেমাতেও তাঁকে অমর করে রাখবে। উত্তর থেকে দক্ষিণ, কোনো ঘরানার সিনেমা জগতের সঙ্গেই তাঁর বৈরিতা ছিল না।
রাজকুমার ও অমিতাভের গভীর বন্ধুত্ব
দক্ষিণের প্রখ্যাত অভিনেতা রাজকুমারের সঙ্গে অমিতাভ বচ্চনের বন্ধুত্বের সম্পর্ক ছিল গভীর। দু’জনের বন্ধুত্বের শুরুটাও ছিল চমকপ্রদ। একসময় অমিতাভের সিনেমা মুক্তির আগে রাজকুমারের ভক্তরা রেগে তা আটকে দেন। শুনে অমিতাভ বচ্চন বিমান ধরে বেঙ্গালুরুতে পৌঁছে যান এবং রাজকুমারের সঙ্গে দেখা করে সমস্যাটির সমাধান করেন, যার ফলে ছবিটি মুক্তি পায়।
কুলির শ্যুটিংয়ে জখম অমিতাভের চিকিৎসার সময় তাঁদের এই বন্ধুত্বের গভীরতার প্রমাণ মিলেছিল। বেঙ্গালুরুতে ‘কুলির’ শ্যুটিং চলাকালীন প্রাণঘাতীভাবে আহত হন বচ্চন। সেন্ট ফিলোমেনাস হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেই সময় রাজকুমার মহীশূর থেকে ২৩ কিমি দূরে নঞ্জানগুড় বা দক্ষিণ কাশী বলে পরিচিত শ্রীকন্টেশ্বর শিব মন্দিরে যান। শুধু তাই নয়, অমিতাভের দ্রুত আরোগ্যের জন্য রাজকুমার সেখানে স্থানীয় ভাষায় ‘উরুলু সেবে’ (মেঝেতে গড়িয়ে গড়িয়ে মন্দির পরিক্রমা) করেছিলেন।
বিবাহ নিয়ে কুসংস্কার বিরোধী বচ্চনসাহাব
অমিতাভ বচ্চন চিরকালই কুসংস্কার বিরোধী ও জাতপাত বিরোধী বলে পরিচিত। বিয়ের সময় ব্রাহ্মণ কন্যা জয়া ভাদুড়ির সঙ্গে গাঁটছড়া বাঁধতে এক বাঙালি পুরোহিত আপত্তি তুলেছিলেন। তিনি বলেন, এটা হিন্দু রীতির বিরোধী, কারণ অমিতাভ বচ্চনরা জাতে আলাদা। তখন এই কাজে এগিয়ে আসেন তাঁর বাবা বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন।
অন্যদিকে, ‘কৌন বনেগা ক্রোরপতি ১৭’-র এক অনুষ্ঠানে অমিতাভ বচ্চন স্পষ্ট করেন, জয়া আর তাঁর প্রেম ‘জঞ্জির’-এর শ্যুটিংয়ে নয়, বরং ‘গুড্ডি’ সিনেমার সময়েই শুরু হয়েছিল। তিনি বলেন, “জয়া আর আমি প্রথম সিনেমায় আসি গুড্ডিতে। সেই সময়ই রিলিজ করে আনন্দ। তাই হৃষীকেশদার মনে হয় আমি ঠিক নই ওই চরিত্রের জন্য। উনি ধর্মেন্দ্রকে নেন। কিন্তু, জয়া আর আমার দেখা ওখানেই।”
আজও ১৬ ঘণ্টা কাজ করেন বিগ বি
বিয়ের সময় জয়া বচ্চনকে তিনি শর্তও দিয়েছিলেন যে, ৯-৫টা শিফটে কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়। ৫৬ বছরের অভিনয় জীবনে তিনি অক্লান্তভাবে কাজ করে গিয়েছেন। তাঁর দীর্ঘদিনের মেকআপ শিল্পী তথা ঘনিষ্ঠ দীপক সাওয়ান্ত কিছুদিন আগে জানান, অমিতাভ বচ্চন এখনও ১৬ ঘণ্টা কাজ করেন।
আজ, ভারতীয় চলচ্চিত্রের এই মহাযুদ্ধের রথের ঘোড়ার ৮৩তম জন্মদিনে তাঁর বাংলা জলসার সামনে সকাল থেকেই ভক্তরা ভিড় করে দাঁড়িয়ে আছেন। এক ভক্ত স্পষ্টই বলেন, “আজ এই শতকের সুপারস্টারের জন্মদিন। আমাদের কাছে এই দিনটাই দেওয়ালি, এই দিনটাই হোলি।”