সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ছবির সূত্র ধরে তুমুল জনপ্রিয়তা পাওয়া নায়িকা অনীত পাড্ডা (Aneet Padda) এখন নতুন করে আলোচনার কেন্দ্রে। তবে এই আলোচনা তাঁর অভিনয় বা নতুন ছবির জন্য নয়, বরং একটি পুরনো ভিডিওর কারণে। ভিডিওটি বর্তমানে ইন্টারনেটে ভাইরাল হওয়ায় অভিনেত্রীর সাম্প্রতিক খ্যাতি হুমকির মুখে পড়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ঠিক কী নিয়ে বিতর্ক?
ভাইরাল হওয়া ভিডিওটি সম্ভবত বেশ কিছুদিন আগের। সেখানে অনীতকে উর্দু ভাষায় লেখা বিখ্যাত ইসলামী ধর্মপ্রাণ কবিতা ‘লব পে আতি হ্যায় দুয়া’ গান হিসেবে পরিবেশন করতে দেখা যাচ্ছে। নেটিজেনদের মূল আপত্তির জায়গাটি এখানেই। এটি মূলত একটি ধর্মীয় কবিতা, যার স্কিটধর্মী উপস্থাপনাই অনেকে বলছেন মূল সমস্যা।
ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তার নীচে নেতিবাচক মন্তব্যের ঝড় বইতে শুরু করেছে। নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন— “দুনিয়ায় কি গান কম পড়ে গিয়েছে যে এই কবিতাকে গান বানিয়ে নাচ করছেন?”, “এবার ইনি ফ্লপ হবেন”, “এই কাজটা খুবই হতাশাজনক” এবং “লজ্জাজনক, খুবই খারাপ কাজ করেছেন উনি”।
যদিও কিছু অনুরাগী অনীতের পক্ষেও কথা বলেছেন। তাঁদের দাবি, “এটা শুধুই কবিতা, এতে দোষের কিছু নেই।” তবে সমালোচকরা বলছেন, অনীতের এই বিতর্কিত উপস্থাপনা তাঁর নতুন ভক্তদের মনে হতাশা তৈরি করেছে।
জনপ্রিয়তার শীর্ষে বিতর্ক
অনীত পাড্ডাকে এর আগে ছবির দুনিয়ায় কেউ চিনতেন না। আহান পাণ্ডের সঙ্গে ‘সাইয়ারা’ ছবিতে তাঁর রসায়ন ছিল দেখার মতো, আর সেই সূত্রেই নায়িকা হঠাৎ জনপ্রিয়তা পান। ইদানীং বলিউড মহলে গুঞ্জন চলছে যে, এই অন-স্ক্রিন জুটি ব্যক্তিগত জীবনেও প্রেম করছেন। যদিও তাঁরা কেউই এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি দেননি। অনীতের পরবর্তী ছবি নিয়ে যখন বলিউডে চর্চা তুঙ্গে, ঠিক তখনই এই পুরোনো ভিডিয়ো ঘিরে সমস্যা তৈরি হলো।
অতীতেও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের একটি ভিডিও ঘিরে একই ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল। পরে অভিনেত্রী বিবৃতিতে জানিয়েছিলেন, তিনি আগে এমন কথা বললেও, সেটা নিয়ে এখন আলোচনা করার কোনো যুক্তি নেই। বর্তমান পরিস্থিতিতে নায়িকা অনীত পাড্ডা কি এই বিতর্কের বিষয়ে কোনো বিবৃতি দেবেন? আপাতত সেদিকেই নজর বলিউডের।