‘সন অফ সর্দার ২’-দেখে হেসে গড়াগড়ি সুনীল শেট্টি, অন্যদিকে উর্বশীর ব্যাগ চুরি! জানুন বিস্তারে

বলিউডজুড়ে চলছে নানা ঘটনা। একদিকে যেমন অজয় দেবগণের নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত সুনীল শেট্টি, তেমনই সদ্য মা হওয়া কিয়ারা আদবানি উদযাপন করছেন জীবনের সেরা জন্মদিন। এর মধ্যেই আবার লন্ডনে ব্যাগ হারিয়ে ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। এক নজরে দেখে নেওয়া যাক বিনোদন জগতের আজকের সব খবর।

অজয় দেবগণের নতুন সিনেমা ‘সন অফ সর্দার ২’ দেখে উচ্ছ্বসিত সুনীল শেট্টি তার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন বাবা-ছেলের হাসাহাসির অভিজ্ঞতার কথা। লন্ডনে অজয় দেবগণ, সুনীল শেট্টি ও তার ছেলে আহান শেট্টি একসঙ্গে সিনেমাটি দেখেছেন। সুনীল লিখেছেন, “সব জায়গা ছেড়ে লন্ডনেই এই পাগলামো হল! অজয়, জাসসি, আর আহান—সবাই মিলে দেখে ফেললাম ‘সন অফ সর্দার ২’। কেমন হেসেছি বলে বোঝাতে পারব না!” তিনি আরও বলেন, সিনেমার বর্ডার সিকোয়েন্সটি ছিল হাই-লেভেল কমেডি। শেষে অজয়ের অভিনয়ের প্রশংসা করে তিনি লেখেন, “এ.জে, তুই-ই পারিস এইরকম পাগলামোকে স্টাইল দিয়ে ক্যারি করতে!” বিজয় কুমার অরোরার পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন রবি কিষণ, সঞ্জয় মিশ্র, ম্রুণাল ঠাকুর, নিরু বাজওয়া, চাঙ্কি পাণ্ডে, কুবরা সেত-এর মতো আরও অনেক তারকা।

‘কিয়ারা-ডে’: মা হয়ে প্রথম জন্মদিন পালন

বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি ৩১ জুলাই, ৩৪ বছরে পা দিয়েছেন। সদ্য মা হওয়ার পর এটি তার প্রথম জন্মদিন। এই বিশেষ দিনে তিনি ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে জানান, এটি তার জীবনের “সবচেয়ে স্পেশ্যাল জন্মদিন”। তিনি লেখেন, “পাশে আমার সন্তান, আমার স্বামী, আর আমার বাবা-মা। দুটো প্রিয় গান বাজছে বারবার… আর সামনে এক নতুন বছরের দরজা খুলছে।” কিয়ারার জন্মদিনের কেকটিও ছিল অসাধারণ। সাদা কেকের উপর মা-শিশুর ছবি এবং লেখা ছিল “হ্যাপি বার্থডে কি! দুরন্ত একজন মা।” ভক্তদের জন্য জন্মদিনে একটি উপহারও দিয়েছেন তিনি। এই দিনেই মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ওয়ার ২’-এর প্রথম গান।

ট্রোলারদের কবলে উর্বশী রাউতেলা: লন্ডনে হারালেন বহুমূল্য ব্যাগ

উইম্বলডনে টেনিস দেখে ফেরার পথে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে বহুমূল্য ব্যাগ হারালেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। ক্ষুব্ধ উর্বশী ইনস্টাগ্রামে লিখেছেন, “অন্যায় সহ্য করলে, বারবার অন্যায়ই হবে। উইম্বলডন থেকে ফিরছিলাম, গ্যাটউইক বিমানবন্দরে বিমান থেকে নামার পর আমাদের ব্রাউন ব্যাগেজ চুরি গিয়েছে বেল্ট থেকে।” তিনি লন্ডন পুলিশ, বিমান সংস্থা ও গ্যাটউইক এয়ারপোর্টের ইনস্টা হ্যান্ডেল ট্যাগ করে সাহায্য চেয়েছেন। তবে তার এই সিরিয়াস অভিযোগকে ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে মজার কৌতুক। নেটিজেনরা তাকে নিয়ে নানা রকম মন্তব্য করছেন, যেমন— “উইম্বলডনে ব্যাগ হারালেন এই প্রথম কোনও ভারতীয়!” এবং “প্রথমে আই ফোন, এখন ব্যাগ… এরপর কি বিমান চুরি যাবে?” কিছুদিন আগেই উইম্বলডনের উইমেনস ফাইনালে তার আইভরি ড্রেস ও হাতে থাকা রঙিন লবুবু ডল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয়েছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy