শিরদাঁড়ায় গুরুতর চোট, মস্তিষ্কে রক্তক্ষরণ! রাজবীর জওয়ান্দার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে

বিনোদন দুনিয়ায় সাতসকালে দুঃসংবাদ। গত ১২ দিনের লড়াই শেষে প্রয়াত হলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দা। বুধবার সকালে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ৩৫ বছর বয়সী এই তারকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার এবং সতীর্থদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গত ২৭ তারিখ বাইক চালিয়ে শিমলা যাচ্ছিলেন রাজবীর জওয়ান্দা। পরিবারের সদস্যরা বারবার বারণ করা সত্ত্বেও তিনি বাইক নিয়ে রওনা হন। শিমলা যাওয়ার সময় হিমাচল প্রদেশের বদ্দির কাছে এক ভয়ঙ্কর বাইক দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা গিয়েছে, একটি গরু হঠাৎ রাজবীরের বাইকের সামনে চলে আসে। গরুর সঙ্গে ধাক্কা লাগার পর তিনি বাইকের নিয়ন্ত্রণ হারান এবং ছিটকে পড়েন।

গুরুতর আঘাত এবং মাল্টিঅর্গান ফেলিওর
দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে সোলানের হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে মোহালির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনার ফলে রাজবীরের শিরদাঁড়ায় গুরুতর চোট লেগেছিল এবং মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর মাল্টিঅর্গান ফেলিওর হয় এবং তিনি হৃদ্‌রোগেও আক্রান্ত হন। অবশেষে বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

রাজবীরের মৃত্যুতে আম আদমি পার্টির নেতা মণীশ সিসৌদিয়া-সহ বহু রাজনীতিবিদ এবং তারকা সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy