বিগ বাজেট ছবি হাতছাড়া, তবু চিন্তিত নন! সমাজের বিরুদ্ধে কথা বললেই ‘অত্যাচার আসবে’, কড়া বার্তা দীপিকা পাড়ুকোনের

বলিউডে বিগত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সিনেমার শুটিংয়ে দিনে মাত্র আট ঘণ্টা শিফটের দাবি তুলে তিনি বেশ কিছু প্রযোজক ও পরিচালকের চক্ষুশূল হয়েছেন। এই দাবির ফলে তাঁর হাত ফসকে গিয়েছে বেশ কিছু বিগ বাজেট ছবি। বলিউডের একাংশ তাঁকে কটাক্ষ করলেও, দীপিকা তাঁর সিদ্ধান্তে অনড় রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই স্পষ্টবক্তা অভিনেত্রী।

পরিবার ও সংসারের জন্য কেরিয়ারে সমঝোতা
দীপিকার কাছে এখন স্বামী ও সংসারই প্রথম প্রায়োরিটি। মেয়ে দুয়ার জন্মের পর থেকে তিনি নানা ভাবেই বুঝিয়েছেন, পরিবারের জন্য তিনি কেরিয়ারের সঙ্গেও সমঝোতা করতে রাজি। আট ঘণ্টা কাজের দাবি সেই চিন্তাভাবনা থেকেই এসেছে, যাতে তিনি তাঁর ব্যক্তিগত জীবন ও পরিবারকে যথেষ্ট সময় দিতে পারেন।

বরাবরই স্পষ্টবক্তা দীপিকা নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন। রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর অবসাদে ডুবে থাকার মতো ব্যক্তিগত বিষয় নিয়েও তিনি খোলাখুলি কথা বলেছিলেন। তবে নিজের দাবিতে অনড় থাকার বিষয়ে তাঁর বক্তব্য আরও তীব্র।

‘বিবাদ পছন্দ করি, কারণ আমি জানি আমার অবস্থান সঠিক’
তাঁর এই দাবি নিয়ে হওয়া কটাক্ষ ও সমালোচনার বিষয়ে বলতে গিয়ে দীপিকা পাড়ুকোন তাঁর অবস্থান আরও স্পষ্ট করেছেন। তিনি বলেন:

“আমি সবসময়ই বিবাদ, তর্ক, বিতর্ক পছন্দ করি। কেননা, আমি জানি সমাজের বিপরীতে যখন আমি কথা বলব, তখনই সমাজ থেকে প্রতিরোধ আসবে।”

তিনি আরও বলেন, “সত্যিটা যখন প্রকাশ্যে আনব, তখন সবাই তাকে ধামাচাপা দিতে চাইবে। আর তার সঙ্গে আসবে নানা কটাক্ষ, অত্যাচার, নির্যাতন। তবুও আমি এসবকে পাত্তা দিই না।”

দীপিকা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, “সত্যিকে সামনে আনার জন্য শত নির্যাতন সহ্য করতে রাজি আছি। কেননা আমি জানি, আমার অবস্থান একেবারেই সঠিক জায়গায়। সঠিক বলেই সবাই আমাকে চুপ করাতে চাইছে।”

দীপিকার এই সাহসী বক্তব্য ফের একবার বলিউডে কাজের পরিবেশ ও নারী-পুরুষের সমতা নিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy