দীর্ঘ প্রায় ১৬ বছর পর বড় পর্দায় ফিরছে বাংলা সিনেমার জনপ্রিয় বাবা-মেয়ের জুটি— অভিনেতা রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। তাঁদের আসন্ন ছবি ‘স্বার্থপর’ নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত জীবনে বাবা রঞ্জিত মল্লিক কেমন মানুষ, সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন কোয়েল।
সিনেমা জগতে ‘অ্যাংরি ইয়ংম্যান’ হিসেবে পরিচিত রঞ্জিত মল্লিককে কোয়েল কি ভয় পেতেন? এই প্রশ্নের উত্তরে কোয়েল জানান,
“বাবা আমার কাছে একটা বয়সের পর বন্ধু হয়ে গিয়েছিলেন। বাবা বকাঝকা করার মানুষ নন। বাবার যদি কোনও বিষয়ে রাগ হয়, বাবা কথা বন্ধ করে দেন। আর এটাই বড় বিষয়। খালি মনে হয় বাবা কেন কথা বলছেন না। কেন কিছু বলছেন না। কারণ, কথা বললে বোঝা যাবে রাগটা কমেছে। এটাই ভয়ের ছিল, বাবা কথা বন্ধ করলেই সমস্যা।”
রঞ্জিত মল্লিক: একজন ডিসিপ্লিন্ড দার্শনিক
কোয়েল মল্লিক জানান, তাঁর জীবনে বাবার প্রভাব অনেক বেশি। রঞ্জিত মল্লিককে তিনি তাঁর ‘জীবন দর্শন’ শেখার উৎস হিসেবে দেখেন।
কোয়েল বলেন, “ছোটবেলায় মনে আছে বাবা যখন শুটিং শেষে বাড়ি ফিরতেন, তখন রোজ বিকেলে আমরা বসে কত আড্ডা গল্প করতাম। বাবা খুব ডিসিপ্লিন একজন মানুষ। নিয়মানুবর্তিতা বাবার থেকে শিখেছি। আমার পরবর্তী প্রজন্মকেও সেটাই শেখানোর চেষ্টা করছি।”
কোয়েলের প্রিয় ছবি ‘শত্রু’ ও ‘ইন্টারভিউ’
টিভিনাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল মল্লিক তাঁর বাবার অভিনীত বেশ কিছু প্রিয় ছবির কথা উল্লেখ করেন:
‘মৌচাক’: এই ছবিটিকে তিনি বাংলা ছবির ইতিহাসে এক অবিস্মরণীয় কাজ বলে মনে করেন।
‘শত্রু’: এই ছবিতে বাবার ন্যায়পরায়ণ পুলিশের চরিত্রটি তাঁর সবচেয়ে বেশি পছন্দ। কোয়েল বলেন, “সেই সময় আমি দেখেছি সব পুলিশদের এই ছবি নিয়ে দারুণ উন্মাদনা ছিল, এই ছবিতে যে ন্যায়পরায়ণ আদর্শ পুলিশের চরিত্র, সেটা পুলিশদের দেখানো হত, উদাহরণ হিসেবে।”
‘ইন্টারভিউ’: এটি যে বাবার প্রথম সিনেমায় অভিনয়, তা বোঝাই যায় না। সাবলীল অভিনয়, ক্যামেরা আছে অথচ আবার নেই। কাজ না পাওয়া হতাশা থেকে ম্যানিকুইনকে দেখে ইট ছোঁড়ার মতো দৃশ্যগুলি তাঁর কাছে অসাধারণ লেগেছে।