বনগাঁয় মিমি চক্রবর্তীকে চূড়ান্ত অপমান! মাঝপথে গান থামিয়ে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ

সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর পর এবার হেনস্থার শিকার টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি অনুষ্ঠানে গান গাইতে উঠে চরম অপমানের মুখে পড়লেন অভিনেত্রী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মিমিকে মাঝপথেই স্টেজ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আয়োজকদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মিমি।

ঘটনার সূত্রপাত বনগাঁর নয়া গোপালগঞ্জ যুবক সংঘ ক্লাবের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। মিমির অভিযোগ, তিনি যখন মঞ্চে পারফর্ম করছিলেন, তখন হঠাৎই আয়োজকরা এসে তাঁকে অনুষ্ঠান থামিয়ে স্টেজ ছেড়ে চলে যেতে বলেন। কয়েক হাজার দর্শকের সামনে এই আচরণে স্তম্ভিত হয়ে যান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে মিমি জানান, তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি। দর্শকদের সামনে হঠাৎ এইভাবে বেরিয়ে যেতে বলাটা তাঁর কাছে চূড়ান্ত অপমানের। লগ্নজিতার ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় শিল্পী মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

তবে পাল্টা সুর চড়িয়েছে আয়োজক ক্লাবও। তাঁদের দাবি, মিমির অভিযোগ একেবারেই ভিত্তিহীন। উদ্যোক্তাদের বয়ান অনুযায়ী, মিমির আসার কথা ছিল রাত সাড়ে ১০টায়, কিন্তু তিনি পৌঁছান রাত ১১টা ৪৫ মিনিটে। পুলিশের অনুমতি ছিল রাত ১২টা পর্যন্ত। ফলে ১২টা ১০ নাগাদ সম্মান বজায় রেখেই তাঁকে অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছিল। আয়োজকদের পাল্টা তোপ, মিমি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন তা বনগাঁর মানুষের অপমান। অভিনেত্রীর দেরি করে আসাই যত নষ্টের মূল বলে দাবি তাঁদের। আপাতত মিমির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। সত্য ঠিক কী, তা জানতে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy