আগামী ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’-এর শ্যুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান। চোট এতটাই মারাত্মক যে, তাঁর পক্ষে এই সপ্তাহের ‘উইকএন্ড কা ভার’-এর দুই পর্বে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। সলমন খান মানেই ‘বিগ বস’-এর প্রাণ, তাই তাঁর এই অনুপস্থিতি দর্শকদের জন্য এক বড় ধাক্কা।
ফারাহ খানের প্রত্যাবর্তন ও প্রত্যাশা
এই পরিস্থিতিতে নির্মাতারা বিকল্প হিসেবে বেছে নিয়েছেন স্পষ্টভাষী ও অকপট সঞ্চালিকা ফারাহ খানকে। যদিও চ্যানেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে সূত্রের খবর, ফারাহ ইতিমধ্যেই শো-এর প্রস্তুতি নিচ্ছেন।
দর্শকদের উত্তেজনা: দুই সপ্তাহ আগেই ফারাহ খান অস্থায়ীভাবে বিগ বস-এর মঞ্চে দাঁড়িয়েছিলেন এবং তাঁর বিন্দুমাত্র রাখঢাকহীন মন্তব্য প্রতিযোগীদের কাঁপিয়ে দিয়েছিল। সেই সময়েই নেটিজেনরা বলেছিলেন—”সলমনের পর কেবল ফারাহই পারেন বিগ বসের এই মঞ্চ জমিয়ে তুলতে।”
আমাল-বাসিরের দিকে ফারাহর কড়া নজর
চলতি সপ্তাহে ঘরের সবচেয়ে বিতর্কিত দুই প্রতিযোগী হলেন সঙ্গীত পরিচালক আমাল মালিক ও মডেল বাসির আলি। তাঁদের অশ্লীল ভাষা ও আক্রমণাত্মক আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা চলছে।
শোয়ের অন্দরের এক সূত্র দাবি করেছে, ফারাহ খান এই দুই প্রতিযোগীকে কড়া ভাষায় সাবধান করবেন। কারণ তিনি স্পষ্টভাষী এবং কারও ভুল হলে চোখে আঙুল দিয়ে তা দেখাতে তাঁর দ্বিধা নেই। দর্শকরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ফারাহর মুখোমুখি হলে আমাল ও বাসির কীভাবে প্রতিক্রিয়া দেন।
বাদ পড়ার টানাপোড়েন ও বিনোদনে ঘাটতি হবে না
এ সপ্তাহে বাদ পড়ার মনোনয়নের তালিকায় মোট ছ’জন প্রতিযোগীর নাম উঠেছে, যার ফলে ঘরের ভেতর উত্তেজনার পারদ চরমে।
সলমন খান অনুপস্থিত হলেও, মনে করা হচ্ছে বিনোদনে ঘাটতি হবে না। ফারাহ খানের খোলামেলা দৃষ্টিভঙ্গি, হাস্যরসের টাচ এবং কঠিন প্রশ্নবাণ—সব মিলিয়ে এই ‘উইকএন্ড কা ভার’ দারুণ চর্চিত হতে চলেছে। তাঁর ‘নির্ভেজাল সত্যি’ প্রতিযোগীদের জন্য আরও নাটক ও ঝামেলা-বিবাদ নিয়ে আসতে পারে।