টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এই মুহূর্তে রয়েছেন পুরীতে। ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ ইউনিটের সদস্যদের সঙ্গে তিনি পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) যান। সেখান থেকেই জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টলিউডের এই প্রথম সারির নায়িকা, যা তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
জগন্নাথ দর্শন ও ভোগ গ্রহণ
মন্দির পরিদর্শনের সময় শুভশ্রীকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। জগন্নাথ দর্শন করার পাশাপাশি তিনি মন্দিরে বসে ভোগ গ্রহণ করেন, যার ছবিও তিনি শেয়ার করেছেন। এই আধ্যাত্মিক অভিজ্ঞতা শুভশ্রীর মুখে প্রশান্তির হাসি ফুটিয়ে তুলেছে।
‘লহ গৌরঙ্গের নাম’ ছবির শ্যুটিং প্রসঙ্গে
অনেকেই মনে করছেন, শুভশ্রী তাঁর আসন্ন ছবি ‘লহ গৌরঙ্গের নাম’-এর শ্যুটিংয়ের সূত্রেই পুরীতে গিয়েছেন। এই ছবিটি বাংলার ‘লেডি সুপারস্টার’ হিসেবে খ্যাত শুভশ্রীর ক্যারিয়ারে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। ছবির শ্যুটিংয়ের ফাঁকেই জগন্নাথ দেবের দর্শন তাঁর ভক্তদের জন্য একটি বিশেষ উপহার।
একের পর এক ছবি মুক্তি, দেবের সঙ্গে ‘ধূমকেতু’ নিয়ে উন্মাদনা
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কর্মজীবন বর্তমানে তুঙ্গে। সম্প্রতি তাঁর অভিনীত বেশ কিছু ছবি মুক্তি পাচ্ছে এবং সেগুলি প্রশংসিত হচ্ছে। ‘গৃহপ্রবেশ’-এর সাফল্যের পর এবার কয়েক বছর ধরে প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেতে চলেছে। এই ছবিতে তিনি অভিনেতা দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। দীর্ঘদিন পর এই জুটিকে বড় পর্দায় দেখতে পাওয়ার জন্য দেব এবং শুভশ্রীর অসংখ্য অনুরাগী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পুরীর জগন্নাথ মন্দির দর্শনের এই ছবিগুলো একদিকে যেমন শুভশ্রীর ব্যক্তিগত আধ্যাত্মিক দিকটি তুলে ধরছে, তেমনই অন্যদিকে তাঁর পেশাদার জীবনের সাফল্যের ধারাকেও ইঙ্গিত দিচ্ছে।