পুজো মানেই বাঙালির সিনেমা-উৎসব, আর এই উৎসবের ঠিক আগেই শুরু হয়ে গেল টলিউডের দমদার বক্স অফিস লড়াই। গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর মুক্তি পেল এ বছরের পুজোর দুটি বহুল প্রতীক্ষিত বড় বাজেট ছবি—নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ-২’ এবং এসভিএফ ও দেব ভেঞ্চার্স প্রযোজিত ‘রঘু ডাকাত’।
মুক্তির দিন বদল ও প্রথম দিনের হিসাব
শুরুতে মুক্তির তারিখ ২৬ সেপ্টেম্বর ঠিক থাকলেও, দেবের ঘোষণার পর শিবপ্রসাদও ছবি মুক্তির তারিখ এগিয়ে আনেন ২৫ সেপ্টেম্বরে। ফলে মুখোমুখি হয় এই দুই বিগ বাজেট ছবি।
বক্স অফিসের পরিসংখ্যান প্রদানকারী প্ল্যাটফর্ম Sacnilk-এর তথ্য অনুযায়ী, প্রথম দিনের কালেকশনের ছবিটা বলছে:
‘রঘু ডাকাত’ (দেব): নেট কালেকশন আয় করেছে প্রায় ৪৫ লাখ টাকা।
‘রক্তবীজ-২’ (শিবপ্রসাদ-নন্দিতা): নেট কালেকশন তুলেছে প্রায় ১৫ লাখ টাকা।
প্রাথমিক হিসাবে, প্রথম দিনের বক্স অফিস যুদ্ধে দেবের ‘রঘু ডাকাত’ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে এই দৌড় সবে শুরু।
লড়াইয়ে নতুন মোড়
আজ, ২৬ সেপ্টেম্বর, প্রেক্ষাগৃহে আসছে পুজোর আরও দুটি প্রতীক্ষিত ছবি—অনীক দত্তর ‘যত কান্ড কলকাতাতেই’ এবং প্রসেনজিৎ-শ্রাবন্তী অভিনীত ‘দেবী চৌধুরানী’। এই দুটি ছবির আগমনে পুজোর বক্স অফিসের লড়াই যে নতুন মোড় নেবে, তা বলাই বাহুল্য।
প্রাসঙ্গিক তথ্য:
নেট কালেকশন (NBOC): কর কেটে নেওয়ার পর প্রযোজক ও পরিবেশকের হাতে আসা আসল মুনাফা।
গ্রস কালেকশন (GBOC): টিকিট বিক্রি থেকে আসা মোট আয়, যার মধ্যে করসহ সমস্ত শুল্ক যুক্ত থাকে।
সংখ্যার লড়াইয়ের থেকেও বড় কথা হলো, এই প্রতিযোগিতা আসলে বাঙালির সিনেমাপ্রেমের উৎসব। বাঙালি সিনেমাপ্রেমীর হাতে থাকে একটাই অস্ত্র—টিকিট, আর সেই টিকিটেই লেখা হয় জয়ের ইতিহাস।