বলিউডের ‘হিমম্যান’ ধর্মেন্দ্রর শেষকৃত্য কেন লোকচক্ষুর আড়ালে এবং গোপনে সম্পন্ন হয়েছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরে অনুরাগীদের মধ্যে ক্ষোভ ছিল। অনেকে অভিনেতা সানি দেওল এবং ববি দেওলের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। অবশেষে এই বিতর্কে দাঁড়ি টানলেন ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী ও প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী, এবং জানালেন এর পেছনের আসল কারণ।
সম্প্রতি সাংবাদিক হামাদ আল রিয়ামের সঙ্গে আলাপচারিতায় হেমা মালিনী প্রকাশ করলেন দেওল পরিবারের এই সিদ্ধান্তের নেপথ্যের কারণ। হেমার কথায়, ধর্মেন্দ্রই চেয়েছিলেন তাঁর মৃত্যুর পর যেন পরিবারের লোক ছাড়া আর কেউ তাঁর শেষযাত্রা না দেখে। লোকচক্ষুর আড়ালে শেষকৃত্য সম্পন্ন করাই ছিল অভিনেতার শেষ ইচ্ছা। দেওল পরিবার কেবল সেই ইচ্ছা পূরণ করেছে।
‘তাঁর সুন্দর চেহারা চোখে দেখা যাচ্ছিল না’:
গোপনীয়তা রক্ষার আসল কারণ জানাতে গিয়ে হেমা মালিনী বলেন, “শেষ সময় ধরমজির চেহারা চোখে দেখা যাচ্ছিল না। তাঁর ওমন সুন্দর চেহারা একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল। যা কিনা খুবই কষ্ট দিয়েছিল।”
হেমা স্পষ্ট করে জানান, অনুরাগীরা যে রূপে ধর্মেন্দ্রকে দেখে অভ্যস্ত, সেই সুন্দর রূপই যেন সকলের স্মৃতিতে অক্ষুণ্ণ থাকে, সেই কারণেই এত গোপনীয়তা অবলম্বন করা হয়েছিল।