‘দেখেছি তোমাকে শ্রাবণে’! মঞ্চে নস্ট্যালজিক শান-শুভশ্রী, দেবের ‘চ্যালেঞ্জ’-এর গান গেয়ে ফিরিয়ে দিলেন পুরোনো স্মৃতি

‘তনহা দিল’ থেকে ‘চার কদম’— শ্রোতাদের মনে বিশেষ জায়গা দখল করে গানের জগতে দেখতে দেখতে ২৫টি বছর পূর্ণ করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শান (Shaan)। তাঁর গানের ২৫ বছরের উদযাপনে কলকাতায় ‘ইনফিনিটি ট্যুর ২০২৫’-এর মিউজিক কনসার্টে মঞ্চ মাতালেন তিনি। এই বিশেষ অনুষ্ঠানে চমক নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhashree Ganguly)।

মঞ্চে উঠে শানকে জড়িয়ে ধরেন শুভশ্রী। এরপরেই শানের কনসার্ট মঞ্চ থেকে সামনে আসে অভিনেত্রীর নতুন সিরিজের কাজ এবং প্রথম ঝলক।

শুভশ্রীর নতুন সিরিজ: ‘অনুসন্ধান’
অদিতি রায় পরিচালিত এবং শুভশ্রী অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এর পোস্টার উন্মোচিত হয় এই মিউজিক কনসার্টে। সিরিজে শুভশ্রীকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে।

সিরিজের রহস্য: শুভশ্রীর চরিত্রটি একটি মহিলাদের জেলে ঘটে যাওয়া রহস্যের খোঁজে নামে। সেই জেলে কোনও পুরুষ না থাকলেও মহিলা বন্দিরা অজানা কারণে গর্ভবতী হয়ে যাচ্ছে। কেন এবং কীভাবে এমনটা সম্ভব হচ্ছে, তা-ই অনুসন্ধান করতে চলেছেন নায়িকা।

এর আগে শুভশ্রী দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ অভিনয় করে সকলকে চমকে দিয়েছিলেন। তাঁর নতুন সিরিজ হইচই-তে মুক্তি পাবে ৭ নভেম্বর।

নস্ট্যালজিক শান ও শুভশ্রী
এদিন শুভশ্রীকে মঞ্চে দেখে শানও বেশ নস্ট্যালজিক হয়ে পড়েন। তাঁর মনে পড়ে যায়, শুভশ্রী ও দেবের জন্য গাওয়া জনপ্রিয় গান ‘দেখেছি তোমাকে শ্রাবণে…’-র কথা। এরপরেই শান গাইতে শুরু করেন এই গান। তাঁর সঙ্গে গলা মেলান শুভশ্রীও। রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যালেঞ্জ’ সিনেমার এই গান দেব-শুভশ্রী অনুরাগীদের আরও একবার ফিরিয়ে নিয়ে যায় ফেলে আসা মধুর স্মৃতির পথে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy