‘দুধের মতো শরীর নিয়ে বাচ্চাদের ঘুম পাড়ায়’! অভিনেত্রী তমন্নাকে নিয়ে অন্নু কাপুরের কুরুচিকর মন্তব্য, ফের বিতর্কে বর্ষীয়ান শিল্পী

বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো সিনেমা নয়, বরং বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং অভিনেত্রী তমন্না ভাটিয়াকে নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের কারণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজের সঙ্গে তাঁর পুরনো সাক্ষাতের অভিজ্ঞতা এবং তমন্নাকে নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ্যে এনেছেন তিনি।

নওয়াজউদ্দিনকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা:
অন্নু কাপুর জানান, কয়েক বছর আগে গোয়ায় এক ক্লাবের অনুষ্ঠানে অতিথি হিসেবে তাঁকে ডাকা হয়েছিল, যেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে মঞ্চে কথোপকথনের আয়োজন ছিল। প্রথমে নওয়াজের রসায়নে স্নাতকোত্তর হওয়ার কথা শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন।

কিন্তু খুব দ্রুতই নওয়াজের প্রতি তাঁর সেই ভালো লাগা উবে যায়। অন্নুর দাবি, নওয়াজ মঞ্চে একেবারেই কথা বলছিলেন না। পরিবেশ হালকা করতে তিনি যখন প্রেম ও সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেন, তখন নওয়াজ বলেন, “আরে, অনেকেই জীবনে এসেছে আর চলেও গিয়েছে।”

অন্নু কাপুর বলেন, “যেভাবে ও এই কথাটা বলেছিল, তাতে মনে হল ভীষণ ফালতু মানসিকতার লোক। নইলে এ ধরনের একেবারে সস্তা মন্তব্য কেউ করে!”

দুই অভিনেতার সম্পর্ক পোক্ত না হওয়ার প্রসঙ্গে অন্নু জানান, নওয়াজের কিছু বলারই ছিল না এবং তাঁকে একাই একটানা কথা বলতে হয়েছিল। তিনি অভিযোগ করেন, “ও (নওয়াজ) আমাকে অসম্মান করেনি, ও নিজেকেই করেছে।”

অভিনেত্রী তমন্নাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য:
বিতর্ক এখানেই শেষ নয়। অভিনেত্রী তমন্না ভাটিয়াকে নিয়েও চরম কুরুচিপূর্ণ মন্তব্য করে প্রবল সমালোচনার শিকার হচ্ছেন অন্নু কাপুর। তমন্নার জনপ্রিয়তা নিয়ে কথা বলার সময় বর্ষীয়ান এই অভিনেতা বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।”

গত বছর তমন্নার ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচ জনপ্রিয় হওয়ার পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চারা এই গান শুনলে চুপ করে খাবার খায় এবং ঘুমিয়ে পড়ে। এই প্রসঙ্গে অন্নু খোঁচা দিয়ে বলেন, “কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমোতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি হলে জানতে চাইতাম, এই বাচ্চাদের বয়স কত।”

এখানেই না থেমে বিতর্কিত এই অভিনেতা আরও বলেন, “বোন, নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায়। খুব ভাল কথা। দেশের সত্যিই উপকার হচ্ছে। আমাদের বাচ্চাদের নির্ভেজাল ঘুম হচ্ছে।”

অন্নু কাপুরকে সম্প্রতি ‘জলি এলএলবি ৩’-এ দেখা গিয়েছে, অন্যদিকে নওয়াজউদ্দিনের ‘থাম্মা’ ছবিটি আগামী ২১ অক্টোবর মুক্তি পাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy