শারদীয় দুর্গাপূজার আবহে সুখবর দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। পয়লা জুন পরমব্রত ও পিয়ার কোল আলো করে আসা তাঁদের তিন মাসের সন্তানকে চতুর্থীর সকালে অবশেষে প্রকাশ্যে আনলেন তাঁরা।
এই বছর পুজোটা পরম-পিয়ার জন্য সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে, কারণ তাঁদের পরিবার এখন দুই থেকে তিনের কোঠায়। বাড়িতে ছোট্ট খুদেকে নিয়ে তাঁদের ব্যস্ততার শেষ নেই।
সন্তানের নাম ‘নিষাদ’ এবং তার অর্থ
শুক্রবার সকালে পিয়া চক্রবর্তী নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলের দুটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে তাঁর সন্তানের সুন্দর নামটি জানান:
নাম: নিষাদ (Nishad)।
অর্থ: পিয়া জানিয়েছেন, এই নামটি হলো “মিউজিক্যাল স্কেলে সপ্ত সুরের নোট” বা সাত স্বরের এক স্বর।
অন্যান্য অর্থ: এই নামের আরও একটি মিষ্টি মানে রয়েছে— তা হলো “দুঃখ যাকে ছুঁতে পারে না”।
ছবিতে খুদের বড় মাথার কথাও উল্লেখ করেছেন মা পিয়া। ছেলের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার বন্যা বয়ে গিয়েছে। অনুরাগীরা এত সুন্দর নাম রাখায় আপ্লুত হয়েছেন।