টেলিভিশন রেটিং পয়েন্টের (টিআরপি) সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেখা গেল এক বিরাট চমক। মাত্র এক সপ্তাহের মধ্যে টিআরপি-র খেলা একেবারে ঘুরে গেল। এবার নতুন, পুরোনো সব ধারাবাহিককে পিছনে ফেলে প্রথম স্থানে জায়গা করে নিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’।
আর্য-অপর্ণার রহস্য ও টানটান কেমিস্ট্রি শুরু থেকেই দর্শকের মন জয় করলেও, এই প্রথমবার ‘বাংলা সেরা’র খেতাব জিতল এই মেগা। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.১, যা একে এনে দিয়েছে সেরার মুকুট।
কে কত পেল? এক ঝলকে সেরা ১০
শীর্ষস্থানে জি বাংলার জয়জয়কার চললেও, স্টার জলসার বেশ কিছু ধারাবাহিক এই সপ্তাহে তুলনামূলকভাবে কম নম্বর পেয়েছে। এই সপ্তাহের টিআরপি তালিকাটি নিম্নরূপ:
স্থান ধারাবাহিকের নাম চ্যানেল প্রাপ্ত নম্বর
১ম চিরদিনই তুমি যে আমার জি বাংলা ৬.১
২য় পরিণীতা জি বাংলা ৫.৯
৩য় জগদ্ধাত্রী জি বাংলা ৫.৫
৪র্থ ফুলকি জি বাংলা ৫.৪
৫ম রাঙামতি তীরন্দাজ স্টার জলসা ৫.৩
৬ষ্ঠ দাদামণি / পরশুরাম জি বাংলা/জি বাংলা ৫.১
৭ম রাজরাজেশ্বরী রাণী ভবানী জি বাংলা ৪.৭
৮ম কথা জি বাংলা ৪.৫
৯ম জোয়ার ভাঁটা / তুই আমার হিরো / লক্ষ্মী ঝাঁপি স্টার জলসা/স্টার জলসা/জি বাংলা ৪.৪
১০ম চিরসখা স্টার জলসা ৪.৩
ছন্দপতন ও প্রত্যাবর্তনের কাহিনি
দ্বিতীয় স্থানে ‘পরিণীতা’: গত সপ্তাহে প্রথম স্থানে থাকলেও, এই সপ্তাহে একটুর জন্য জায়গা হাতছাড়া হলো ‘পরিণীতা’র। পারুলের লড়াই বরাবরই দর্শকদের পছন্দের। এই সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৫.৯।
তৃতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’: ৫.৫ নম্বর নিয়ে তৃতীয় স্থান দখল করেছে ‘জগদ্ধাত্রী’। গল্পের মোড়ে তার মেয়ে দুর্গার কাহিনি চললেও, জগদ্ধাত্রী আবারও পুরনো মেজাজে ফিরেছে এবং শত্রুকে শাস্তি দিতে প্রস্তুত।
ছন্দপতন ‘পরশুরাম’-এর: একচেটিয়াভাবে প্রথম স্থানে থাকার পর হঠাৎই ছন্দপতন হলো ‘পরশুরাম’-এর। এবার ৫.১ নম্বর নিয়ে এই ধারাবাহিকটি ‘দাদামণি’র সঙ্গে ষষ্ঠ স্থানে জায়গা ভাগ করে নিয়েছে।
প্রসঙ্গত, এই সপ্তাহে প্রথম দিককার স্থানগুলিতে জি বাংলার জয়জয়কার চলছে। টিআরপিতে নতুন ধারাবাহিকগুলো সেভাবে জায়গা করে নিতে পারেনি। তবে আগামী সপ্তাহগুলোতে নতুন মেগাগুলো কী ফল করে, এখন সেটাই দেখার।