জনসমক্ষে ‘মিডল ফিঙ্গার’ দেখানোর অভিযোগ! বেঙ্গালুরু পাবে ভিডিও ভাইরাল হতেই আইনি জটে আরিয়ান খান

২০২১ সালের মাদক-কাণ্ডের পর এবার জনসমক্ষে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগে ফের আইনি জটে জড়ালেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। সম্প্রতি বেঙ্গালুরুর একটি অভিজাত পাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তাঁর একটি ক্যামেরাবন্দি মুহূর্ত সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে আরিয়ানকে ক্যামেরার দিকে তাকিয়ে অকপটে ‘মিডল ফিঙ্গার’ দেখাতে দেখা যায়।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা শুরু হয়। আরিয়ানের বিরুদ্ধে বেঙ্গালুরুর কিউবন পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আইনজীবী ও মহিলা কমিশনের অভিযোগ:

সূত্রের খবর, পেশায় আইনজীবী সাঙ্কে রোডের বাসিন্দা ওয়েইজ হুসেইন এস আরিয়ানের বিরুদ্ধে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আইনজীবীর দাবি, আরিয়ান মধ্যমা দেখিয়ে ঘটনার সময় উপস্থিত মহিলাদের অপমান করেছেন। তাই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

একইসঙ্গে, শাহরুখ খানের ছেলের এই অশালীন অঙ্গভঙ্গির বিষয়ে কর্নাটকের রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ এসেছে। মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি ‘ব্যাডস অফ বলিউড’ পরিচালককে পুলিশি জেরার মুখে পড়তে হতে পারে।

প্রাইভেট গ্যাদারিং-এ প্রভাবশালী বন্ধুরা:

ঘটনাটি ঘটে গত ২৮ নভেম্বর রাতের দিকে অশোকনগর থানার অন্তর্গত একটি জনপ্রিয় পাবে। সূত্র বলছে, এটি ছিল একটি ‘প্রাইভেট গ্যাদারিং’, যেখানে আরিয়ানের সঙ্গে ছিলেন কয়েকজন প্রভাবশালী বন্ধু—বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের ছেলে নালাপাদ এবং কর্নাটকের এক মন্ত্রীর ছেলে জায়েদ খান।

নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন তুলেছেন, একজন সাধারণ নাগরিক এমন কাজ করলে পুলিশ কি ছাড় দিত? অনেকেই সরাসরি বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে আরিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

এই ঘটনায় তাঁর পুরনো বিতর্ক (২০২১ সালের নারকোটিক্স মামলা) আবারও সামনে এসেছে। আরিয়ানকে নিয়ে নেটাগরিকরা প্রায় দু’ভাগে বিভক্ত: একদল এটিকে ব্যক্তিগত জমায়েতের ভিডিও বলে অতিরঞ্জিত করতে বারণ করছেন, অন্যদিকে অনেকে মনে করছেন, একজন সেলেব্রিটির এমন আচরণ জনসম্মুখে ক্ষমার যোগ্য নয়। এই কয়েক সেকেন্ডের ভিডিওই আরিয়ানকে ফের বিতর্কের কেন্দ্রে এনে দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy