বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট-এর ব্যক্তিগত জীবন সব সময়ই অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে থাকে। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের টক শো ‘টু মাচ’-এ হাজির হয়ে আলিয়া ভাট তাঁদের সম্পর্কের রসায়ন এবং মেয়ে রাহা-র আগমনের পরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন।
রণবীরের নতুন রূপ: অতি-রক্ষণশীল বাবা
মেয়ে রাহার জন্মের পর তাঁদের জীবনে যে পরিবর্তন এসেছে, সেই প্রসঙ্গে আলিয়া তাঁর স্বামী রণবীর কাপুরকে একজন ‘অতিরিক্ত রক্ষণশীল বাবা’ বলে অভিহিত করেছেন। আলিয়া মজা করে বলেন,
“আমি কল্পনাও করতে পারি না… আমাদের বাড়িতে যদি কোনও ছেলে আসে, তাহলে রণবীর নির্ঘাত তাকে লাথি মেরে তাড়াবে।”
রাহার আগমনের পর তাঁদের সম্পর্কের সমীকরণ প্রসঙ্গে আলিয়া বলেন, “মেয়ের আগমনের পর এখন অনেক কিছুই বদলে গেছে। ব্যাপারটা একেবারেই আলাদা। আমরা এখন একটি ইউনিট।”
সম্পর্কের সমীকরণ ও খুনসুটি
রণবীর একসময় বলিউডের ‘ক্যাসেনোভা’ হিসেবে পরিচিত থাকলেও, আলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক প্রথম থেকেই স্থিতিশীল। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে আলিয়া বলেন, “রণবীর ও আমার স্বাভাবিক বন্ধুত্ব রয়েছে। আমাদের সম্পর্ক ভালো বন্ধুর মতো।” তিনি রণবীরকে বিয়ে করেছেন কারণ তিনি ‘মেধাবী এবং একজন ভালো মানুষ’।
তবে তাঁদের মধ্যে খুনসুটিও চলে সমানতালে। আলিয়া জানান, তিনি রণবীরকে ১০০ শতাংশ ট্রোল করেন, যদিও রণবীরই তাঁকে নিয়ে সবচেয়ে বেশি ঠাট্টা করেন।
মহেশ ভাটের সঙ্গে রণবীরের প্রথম সাক্ষাৎ
টক শো-তে আলিয়া তাঁর বাবা মহেশ ভাট এবং রণবীরের প্রথম সাক্ষাতের একটি বিশেষ মুহূর্তও শেয়ার করেন। মহেশ ভাট একবার আলিয়াকে রণবীরের বাড়িতে নামিয়ে দিতে গিয়ে বলেন, “রণবীরকে ভিতরে ডাকো। আমি তার সঙ্গে দেখা করতে চাই।”
এরপর রণবীর এসে মহেশ ভাটের সামনে হাত জোড় করেন এবং মহেশ ভাট রণবীরের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। আলিয়া বলেন, “সেটাই ছিল দুর্দান্ত একটা মুহূর্ত। তিনি (মহেশ ভাট) আমাদের চোখের দিকে তাকালেন এবং তিনি আমাদের জন্য খুশি হয়েছিলেন।”
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি এবং ওই বছরের নভেম্বরে তাঁদের কন্যা রাহা-র জন্ম হয়।