টিনসেল টাউনের বিনোদন জগতে শুক্রবার করওয়া চৌথের মিষ্টি ছবি থেকে শুরু করে অভিনেত্রী সোনাক্ষী সিনহার বুদ্ধিদীপ্ত জবাব, সারাদিনজুড়ে ছিল খবর অফুরান।
করওয়া চৌথে হিনার পায়ে রকির প্রণাম:
অভিনেত্রী হিনা খান এবং তাঁর স্বামী রকি জয়সওয়াল এই বছর বিবাহিত জীবনের প্রথম করওয়া চৌথ পালন করলেন। এই বিশেষ দিনে দু’জনেই ইনস্টাগ্রামে ভালোবাসায় ভরা একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে দেখা যায়, হিনা করওয়া চৌথের আচার পালন করছেন এবং এক ছবিতে রকিকে স্ত্রীর পায়ে হাত দিয়ে ভালোবাসা ও সম্মান প্রকাশ করতে দেখা যায়। উৎসবের সাজে হিনা লাল ও সোনালি রঙের স্যুট, আর রকি এমব্রয়ডারি করা বেইজ রঙের কুর্তা-পায়জামা বেছে নিয়েছিলেন।
হিনা ক্যাপশনে লেখেন, “ধন্য। সত্যিকারের ভালবাসা যখন একটা সৎ হৃদয় খুঁজে পায়, তখন সেই বন্ধন সীমার বাইরে গিয়ে গভীর হয়। আমাদের ভালবাসা আরও গভীর হয়।” রকির এই ভালোবাসা ও সম্মানের ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে, যা দেখে ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
জুতো পরে মসজিদে যাওয়া বিতর্কে সোনাক্ষীর কড়া জবাব:
সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিনহা স্বামী জাহির ইকবালের সঙ্গে আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ঘুরতে যান। সেখানে জুতো পরা অবস্থায় একটি ছবি শেয়ার করায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। একজন মন্তব্য করেন, “জুতো পরে মসজিদে যাওয়া অনেক বড় অন্যায়।”
এর জবাবে সোনাক্ষী সরাসরি উত্তর দিয়ে লেখেন, “তাই তো আমরা জুতো পরে ভিতরে যাইনি। ভাল করে দেখুন, আমরা মসজিদের বাইরে আছি। ভিতরে ঢোকার আগে কর্তৃপক্ষ আমাদের জুতো রাখার জায়গা দেখিয়েছিলেন, আর আমরা জুতো খুলে দিয়েছিলাম। এতটুকু বুদ্ধি আমাদেরও আছে। চলুন, এখন এগিয়ে যান।” অভিনেত্রীর এই বুদ্ধিদীপ্ত ও শান্ত জবাবের প্রশংসা করেছেন নেটিজেনরা।
নোটবন্দির কারণে ব্যবসায় ক্ষতির অভিযোগ রাজ কুন্দ্রার:
শিল্পা শেট্টির স্বামী এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রা সম্প্রতি মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং-এর তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেছেন, তাঁর হোম শপিং ও অনলাইন রিটেইল সংস্থা ২০১৬ সালের নোটবন্দির পর মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল।
মুম্বই পুলিশ বর্তমানে শিল্পা এবং রাজের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলার তদন্ত চালাচ্ছে। রাজ কুন্দ্রা পুলিশকে জানান, তাঁর সংস্থা মূলত নগদ লেনদেনের উপর নির্ভর করত, ফলে নোটবন্দির সিদ্ধান্ত ব্যবসাকে প্রায় স্থবির করে দেয়। এর ফলেই সংস্থা ধার শোধ করতে ব্যর্থ হয় এবং আর্থিক সংকটে পড়ে। সূত্রের খবর, রাজের পাশাপাশি শিল্পাকেও এই মামলায় প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাজকে আগামী দিনে আবারও তলব করা হতে পারে।