টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। আর এই স্পষ্টবক্তা হওয়ার কারণে বহুবার তাকে উপহাসের শিকার হতে হয়েছে। যদিও তাতে বিন্দুমাত্র বিচলিত হন না তিনি, কারণ স্বস্তিকা নিজের জীবন নিজের শর্তেই বাঁচতে পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হলো না, বরং এক নেটিজেনকে নিজের স্টাইলে উপযুক্ত শিক্ষা দিলেন অভিনেত্রী।
ট্রোলারের ‘বানান ভুল’, স্বস্তিকার বুদ্ধিদীপ্ত পোস্ট
সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা শুধু পোস্টই করেন না, ভালো বা মন্দ যেকোনো মন্তব্যকেই তিনি তুলে ধরেন। সম্প্রতি তিনি এমনই এক নেতিবাচক মন্তব্যকে হাতিয়ার করে একটি মজার পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “একজন কমেন্ট বক্সে তাড়াহুড়ো করে আমায় একটা নির্লজ্জ বং হিরোইন না লিখে নির্লজ্জ ব্যাঙ হিরোইন লিখে দিয়েছে। বারবার বলি আস্তে কমেন্ট করুন, কিছুতেই শুনবে না। হি এর জায়গায় হে হয়ে গেলেই ব্যাস।” পোস্টের সঙ্গে একটি হাসির ইমোজিও যোগ করেছেন তিনি।
নেটপাড়ায় প্রশংসা, ট্রোলিংকে হাসির খোরাক বানালেন স্বস্তিকা
স্বস্তিকার এই অনবদ্য পোস্টের কমেন্ট বক্সে নেটপাড়ার বাসিন্দারা অভিনেত্রীর বুদ্ধির তারিফ করেছেন। অনেকেই মনে করেন, স্বস্তিকার মতো স্টাইল বা লাইফস্টাইল মানুষ বেছে নিতে পারেন না বলেই হয়তো এইভাবে বারবার আঘাত করে কথা বলেন। তবে এই সমস্ত মন্তব্য শুনে অভিনেত্রীর বিন্দুমাত্র কিছু আসে না, তা তিনি বারবার এমন এক একটি পোস্টের মাধ্যমে প্রমাণ করে দেন। স্বস্তিকা তার নিজস্ব ভঙ্গিমায় বুঝিয়ে দিলেন, ট্রোলিং তাকে স্পর্শ করতে পারে না, বরং তিনি তাকে হাসির খোরাক হিসেবে ব্যবহার করতে জানেন। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, স্বস্তিকা মুখোপাধ্যায় শুধু একজন শক্তিশালী অভিনেত্রী নন, একজন বুদ্ধিদীপ্ত মানুষও বটে, যিনি নেতিবাচকতাকে ইতিবাচকতায় বদলে দিতে পারেন।