বলিউডের ‘ভাইজান’ সলমন খান তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল মেটালেন অ্যামাজন প্রাইম ভিডিয়োর নতুন টক শো ‘টু মাচ’-এর মঞ্চে। এই অনুষ্ঠানের প্রথম অতিথি ছিলেন আমির খান ও সলমন খান। সঞ্চালক কাজল দেবগণ এবং টুইঙ্কল খান্নার খোলামেলা প্রশ্নে অকপট হলেন অভিনেতা।
সন্তানের ইচ্ছা, বিয়েতে অনীহা
বাচ্চাদের প্রতি সলমনের ভালোবাসা কারও অজানা নয়। তাঁর ভাই-বোনেদের সন্তানেরা তাঁর স্নেহে বড় হয়েছেন। তবে নিজের সন্তানের ইচ্ছা কখনও হয়েছে কি না, সেই প্রশ্ন উঠতেই অভিনেতা সোজাসাপটা উত্তর দেন:
“আমারও একদিন সন্তান হবে। দেখা যাক, আশা রাখি।”
যদিও বিয়ে প্রসঙ্গে ফের জানালেন তাঁর অনীহার কথা। টুইঙ্কল এই প্রসঙ্গে প্রশ্ন করলে সলমন জানান, তাঁর পরিবার এত বড় যে সন্তান থাকলেও দেখাশোনার অভাব হবে না। ভাগ্নি আলিজেহ থেকে শুরু করে আয়াত, সবাই মিলে তাকে সামলে নেবে।
সম্পর্ক ভাঙার কারণ: দোষ স্বীকার সলমনের
নিজের সম্পর্ক ভাঙা-গড়া প্রসঙ্গেও অকপট ছিলেন সলমন। তাঁর মতে, যখন কোনও সঙ্গী অপরের চেয়ে বেশি সফল হয়, তখনই মতভেদ বাড়তে থাকে এবং দূরত্ব তৈরি হয়। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি স্বীকার করেন:
“যাদের সঙ্গে আমার সম্পর্ক টেকেনি, সেটা টেকেনি। দোষ যদি থেকেও থাকে, সেটা আমার।”
বলিউডে সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে ইউলিয়া ভান্তুর—বহু নায়িকার সঙ্গেই সলমনের নাম জড়িয়েছে, কিন্তু কোনও সম্পর্কই পরিণতি পায়নি।
আমির খানের সঙ্গে বন্ধুত্বের স্মৃতি
ব্যক্তিগত জীবন ছাড়াও, বন্ধু আমির খানের সঙ্গে তাঁর মজার স্মৃতিচারণ করেন ভাইজান। ‘আন্দাজ আপনা আপনা’ ছবির সময়কার অভিজ্ঞতা টেনে এনে সলমন বলেন, “আমির সকাল ৯টার শুটের জন্য সকাল ৭টায় পৌঁছে যেত। ওটা আমার একেবারেই ভালো লাগত না। তবে আমি তখন একসঙ্গে তিনটে শিফটে ১৫টা ছবির কাজ করতাম, আর ওর হাতে ছিল মাত্র একটি ছবি।”
২৫ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিয়োতে দেখা যাচ্ছে ‘টু মাচ’-এর এই বিশেষ এপিসোড, যেখানে সলমন খানের খোলামেলা স্বীকারোক্তি দর্শকদের চমকে দিয়েছে।