আজ ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ! KIFF-এ ‘অযান্ত্রিক’-এর স্রষ্টাকে শ্রদ্ধার্ঘ্য, শুরু মনোজ্ঞ প্রদর্শনীর

আজ, ৪ নভেম্বর, বাংলা তথা বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ পূর্ণ হলো। ‘অযান্ত্রিক’-এর স্রষ্টাকে শ্রদ্ধা জানাতে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2025) বিশেষ আয়োজন করা হয়েছে। উৎসবে তাঁর পরিচালিত, অভিনীত এবং চিত্রনাট্য সম্বলিত একাধিক ছবি প্রদর্শিত হবে।

তবে শুধু ছবি নয়, এই জন্মশতবর্ষ উপলক্ষে নন্দন ফয়েরে ‘দ্য সাবলটার্ন ভয়েজ’ শীর্ষক একটি মনোজ্ঞ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর সম্পূর্ণ দায়িত্ব পেয়েছে সংগ্রাহক দল ‘কলকাতা কথকতা’।

‘কলকাতা কথকতা’ দলের ছয় সংগ্রাহক— উজ্জ্বল সর্দার, চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ফাল্গুনী দত্ত রায়, জয়ন্ত কুমার ঘোষ, অরিন্দম রাউত, ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঋত্বিক ঘটকের নানান কীর্তি নিয়ে হাজির হবেন। দলের তরফে উজ্জ্বল সর্দার বলেন, “ঋত্বিক ঘটক স্মারক সংগ্রহ করাটা খুব চ্যালেঞ্জের বিষয়। সত্যজিৎ রায় স্মারক সংগ্রহ করা তুলনায় অনেক সহজ। ঋত্বিক ঘটকের অনেক জিনিসপত্র সামনেই আসেনি কখনও।”

তিনি আরও বলেন, “তাঁর মধ্যেই যেটুকু পাওয়া গেছে সেগুলোই চমক। সেগুলো দেখলে মানুষ চমকে উঠবে বলে আমাদের বিশ্বাস। তাঁর হাতের লেখা, বিভিন্ন সিনেমার বুকলেট, তাঁর পরিচালিত, অভিনীত এবং তাঁর লেখা চিত্রনাট্য সম্বলিত সিনেমার বুকলেট, টিকিট থাকবে প্রদর্শনীতে। তাঁকে নিয়ে প্রকাশিত পত্রপত্রিকার প্রতিবেদনও আছে সংগ্রহে।”

‘কলকাতা কথকতা’ দলের সংগ্রহ দেখে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরই তাদের প্রদর্শনী সাজানোর দায়িত্ব দিয়েছে।

ঋত্বিক ঘটককে নিয়ে KIFF-এ তিন দফা সেমিনার:

১১ নভেম্বর, বিকেল ৪টেয়, শিশির মঞ্চে: ‘ঋত্বিক ঘটক সেন্টেনারি অ্যান্ড বিয়ন্ড’

১২ নভেম্বর, বিকেল ৪টেয়, শিশির মঞ্চে: ‘ঋত্বিক ঘটক মেমোরিয়াল কনভার্সেশন’

১৩ নভেম্বর, দুপুর ১:৩০ মিনিটে, রবীন্দ্র সদনে: ‘সেন্টেনারি ট্রিবিউট টু ঋত্বিক ঘটক’

পরিহাসের অন্য চিত্র: ভাগ্যের কী নির্মম পরিহাস, যাঁকে ঘিরে কলকাতায় এমন পরম যত্নে প্রদর্শনী সেজে উঠছে, তাঁরই বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত পৈতৃক বাড়িটি আজও ধ্বংসস্তূপে পরিণত। বাড়িটির কোনো সংস্কারসাধন হয়নি। গত বছর ভগ্নপ্রায় এই বাড়িতে দুষ্কৃতীরা ভাঙচুর চালায়। বাঙালির পরম গর্বের এই মানুষটির শৈশব ও যৌবনের শেষ স্মৃতিচিহ্ন আজ চিরতরে বিলুপ্তির পথে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy