পঞ্জাবের জনপ্রিয় অভিনেতা এবং বডি বিল্ডার ভারিন্দর সিং ঘুমা (Varinder Singh Ghuman) প্রয়াত হয়েছেন। মাত্র ৪১ বছর বয়সে এক নার্সিং হোমে কাঁধে অস্ত্রোপচার করাতে গিয়ে অপারেশন টেবিলেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ভারিন্দর সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়াও অজয় দেবগণের ‘সিংহম রিটার্নস’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।
অস্ত্রোপচারের টেবিলেই কীভাবে ঘটল এমন মর্মান্তিক পরিণতি?
সূত্র থেকে জানা গিয়েছে, ভারিন্দর বহু বছর ধরেই কাঁধের একটি পুরনো চোটের সমস্যায় ভুগছিলেন। এই সমস্যার জন্য সম্প্রতি চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। বৃহস্পতিবার কাঁধে সেই অস্ত্রোপচার করতে গিয়েই তিনি হৃদরোগে আক্রান্ত হন। অপারেশন থিয়েটারেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই জনপ্রিয় তারকা।
তাঁর এমন অকালমৃত্যুতে অনুরাগীরা হতবাক। অনেকেই মনে করছেন, কিশোর বয়স থেকে ভারিন্দর যে নিয়মিত অতিরিক্ত শরীরচর্চা করতেন, হয়তো তারই ফল এই পরিণতি।
বডিবিল্ডিং জগৎ থেকে বলিউডে আগমন
ভারিন্দর সিং ঘুমা একজন সুপরিচিত বডিবিল্ডার ছিলেন। তিনি ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন এবং ২০১১ সালে অস্ট্রেলিয়া গ্রাঁ প্রিঁতেও সাফল্য পান। নিয়মিত শরীরচর্চা করতে গিয়েই তাঁর কাঁধে চোট লেগেছিল বলে জানা যায়।
পঞ্জাবি সিনেমার পাশাপাশি বলিউডের বেশ কয়েকটি ছবিতেও ভারিন্দরকে দেখা গিয়েছিল। সলমন খান, অজয় দেবগণ এবং অক্ষয় কুমারের সঙ্গে বহু অ্যাকশন দৃশ্যে তিনি অভিনয় করেছিলেন। সম্প্রতি শরীরচর্চা নিয়ে তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল ও শোও শুরু করেছিলেন। এমন একজন ফিট তারকার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ।