জ্যোতিষশাস্ত্রের হিসেবে ২০২৬ সাল হতে চলেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১২ বছর পর গ্রহরাজ সূর্য এবং দেবগুরু বৃহস্পতি মিলিত হতে চলেছেন মিথুন রাশিতে। গ্রহদের এই বিরল সংযোগ বা ‘যুতি’ মানুষের জীবনে এবং বিশ্ব পরিস্থিতিতে আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ৩টি রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি হবে স্বপ্নের মতো। চাকরি থেকে ব্যবসা—সর্বত্রই মিলবে অভাবনীয় সাফল্য।
জেনে নিন সূর্য ও বৃহস্পতির এই মহামিলনে কোন কোন রাশির ‘ঘুমন্ত ভাগ্য’ জেগে উঠতে চলেছে:
১. মিথুন রাশি (Gemini):
এই বিরল যুতি মিথুন রাশিতেই ঘটতে চলেছে, তাই সবচেয়ে বেশি সুফল পাবেন এই রাশির জাতকরাই।
-
কর্মজীবন: চাকরিতে পদোন্নতি বা মোটা অঙ্কের বোনাস পাওয়ার প্রবল সম্ভাবনা। যারা নতুন চাকরির খোঁজ করছেন, তাদের স্বপ্ন পূরণ হতে পারে।
-
আর্থিক: পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় লাভ আসবে। আটকে থাকা টাকা হঠাৎই হাতে চলে আসতে পারে।
-
সতর্কতা: সাফল্য এলেও অপ্রয়োজনীয় খরচ এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
২. সিংহ রাশি (Leo):
সূর্য ও বৃহস্পতির আশীর্বাদে সিংহ রাশির জাতকদের সামাজিক প্রতিপত্তি এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে।
-
সাফল্য: আপনার হাতে থাকা পুরনো কোনো প্রজেক্ট এই সময়ে সফল হবে। ব্যবসায় নতুন নতুন সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে।
-
আর্থিক: উপার্জনের নতুন নতুন পথ খুলে যাবে। পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন প্রতিটি কাজে।
-
পরামর্শ: বড় কোনো বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন।
৩. কন্যা রাশি (Virgo):
কন্যা রাশির জাতকদের জন্য ২০২৬ সালের শুরুটা হবে আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী।
-
চাকরি ও ব্যবসা: কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। পদোন্নতির পাশাপাশি ব্যবসায় নতুন গ্রাহক বা বড় কোনো কন্ট্রাক্ট পাওয়ার সুযোগ বাড়বে।
-
মানসিক শান্তি: দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো পারিবারিক সমস্যা বা মানসিক উদ্বেগ দূর হবে। আর্থিক লাভ নিশ্চিত হওয়ার পাশাপাশি মানসিক ভারসাম্য বজায় থাকবে।
-
টিপস: শেয়ার বাজার বা ফাটকা কারবারে হঠকারী সিদ্ধান্ত নেবেন না।