রাশিচক্র: ২৯ ডিসেম্বর থেকে ‘লক্ষ্মী নারায়ণ রাজযোগ’! বছরের শেষে লটারি লাগবে ৩ রাশির,

২০২৫ সাল বিদায় নেওয়ার আগেই আকাশ ছোঁয়া উন্নতির যোগ তৈরি হচ্ছে মহাকাশে। আগামী ২০ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে গ্রহরাজ শুক্র। এরপর ২৯ ডিসেম্বর একই রাশিতে পা রাখবে বুধ। এই দুই শুভ গ্রহের মিলনেই গঠিত হবে অত্যন্ত প্রভাবশালী ‘লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে সম্পদ, সমৃদ্ধি, জ্ঞান ও অকল্পনীয় সাফল্যের প্রতীক বলে মনে করা হয়।

বছরের শেষ লগ্নে এই রাজযোগের জেরে ৩টি রাশির জাতকদের ভাগ্য হিরের মতো চমকাতে চলেছে। দেখে নিন তালিকায় আপনি আছেন কি না:

১. মেষ রাশি (Aries):

বছরের শেষ ক’দিন মেষ রাশির জাতকদের জন্য ‘জ্যাকপট’ হতে পারে।

  • আর্থিক উন্নতি: আপনার আয় অবিশ্বাস্যভাবে বাড়তে চলেছে। সৃজনশীল কাজের মাধ্যমে বড় মুনাফা পাওয়ার সুযোগ মিলবে।

  • ব্যক্তিগত জীবন: আপনার ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে, যার ফলে নতুন কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে। অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের শুভ প্রস্তাব। পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে।

২. ধনু রাশি (Sagittarius):

যেহেতু আপনার রাশিতেই এই রাজযোগ তৈরি হচ্ছে, তাই আপনিই হবেন এর প্রধান সুফলভোগী।

  • সাফল্য: যে কাজেই হাত দেবেন, তাতেই সোনা ফলবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত গতিতে এগোতে শুরু করবে।

  • সম্পর্ক: দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে কোনো জটিলতা থাকলে তা মিটে যাবে। শিল্প, সাহিত্য ও সঙ্গীত জগতের সাথে যুক্ত ব্যক্তিদের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে। বিনিয়োগ থেকে লাভের অংক বাড়বে।

৩. মকর রাশি (Capricorn):

আর্থিক স্থিতির দিক থেকে মকর রাশির জাতকরা এই সময় সবথেকে বেশি লাভবান হবেন।

  • সম্পদ লাভ: নতুন বাড়ি, গাড়ি কিংবা সোনা-রুপোর গয়না কেনার স্বপ্ন এই সময় সফল হতে পারে। যারা ব্যবসায়িক দিক থেকে সমস্যায় ছিলেন, তাঁদের সামনে উপার্জনের একাধিক নতুন রাস্তা খুলে যাবে।

  • পদোন্নতি: কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব বা প্রমোশন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এমনকি বহু দিন আগে বাজারে আটকে থাকা টাকাও এই সময় হঠাৎ ফেরত পেতে পারেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy