মকরে তিন গ্রহের মহামিলন! রুচক রাজযোগে খুলছে ৫ রাশির ভাগ্যের দরজা

নতুন বছরের শুরুতেই মহাকাশে তৈরি হয়েছে এক বিরল ও অত্যন্ত শুভ সংযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৬ জানুয়ারি নিজের উচ্চ রাশি মকরে প্রবেশ করেছে মঙ্গল। সেখানে আগে থেকেই বিরাজ করছিল সূর্য ও শুক্র। ফলে মকর রাশিতে তৈরি হয়েছে শক্তিশালী ‘ত্রিগ্রহী যোগ’। শুধু তাই নয়, মঙ্গলের এই গোচরের ফলে গঠিত হয়েছে অত্যন্ত প্রভাবশালী ‘রুচক রাজযোগ’। সাহস, পরাক্রম এবং সাফল্যের কারক গ্রহ মঙ্গলের এই অবস্থান মূলত ৫টি রাশির জাতকদের জন্য রাজকীয় সময় নিয়ে আসতে চলেছে। দেখে নিন তালিকায় কারা আছেন:

  • মেষ রাশি: মেষ রাশির দশম ঘরে এই যোগ তৈরি হওয়ায় কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ রয়েছে। পদোন্নতির পাশাপাশি নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। বিশেষ করে সরকারি ও প্রশাসনিক স্তরে যুক্তদের জন্য এটি স্বর্ণালী সময়।

  • কর্কট রাশি: সপ্তম ভাবে মঙ্গলের প্রভাবে দাম্পত্য কলহ মিটে গিয়ে সম্পর্কে মাধুর্য আসবে। ব্যবসায়িক পার্টনারশিপ থেকে বড় লাভের মুখ দেখবেন। বিবাহযোগ্যদের জন্য আসতে পারে রাজকীয় সম্বন্ধ।

  • কন্যা রাশি: পঞ্চম ভাবে এই যোগ শিক্ষার্থীদের জন্য আশীর্বাদস্বরূপ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের প্রবল সম্ভাবনা। পাশাপাশি শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে মোটা টাকা আয়ের সুযোগ রয়েছে।

  • বৃশ্চিক রাশি: আপনার সাহস ও আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। ভ্রাতৃস্থানীয় কারও সাহায্য নিয়ে ব্যবসায় বড় কোনও চুক্তি সই করতে পারেন। মার্কেটিং ও মিডিয়া জগতের লোকেদের জন্য সময়টি অত্যন্ত লাভজনক।

  • মকর রাশি: যেহেতু আপনার রাশিতেই এই যোগ তৈরি হয়েছে, তাই আপনার ব্যক্তিত্বে বড় বদল আসবে। আটকে থাকা কাজ দ্রুত গতিতে এগোবে এবং সমাজে আপনার মান-সম্মান ও প্রতিষ্ঠা বহুগুণ বৃদ্ধি পাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy