দিঘায় প্রথমবার রথযাত্রার মহোৎসব, সাজো সাজো রবে সাজছে সৈকত শহর

মাসখানেক আগেই নতুন করে প্রাণ পেয়েছে দিঘার জগন্নাথ মন্দির। আর এবার সেই মন্দির প্রাঙ্গণেই প্রথমবারের মতো পালিত হতে চলেছে ঐতিহাসিক রথযাত্রা। প্রতি বছরের তুলনায় এ বছরের রথযাত্রা দিঘাবাসীর জন্য এক ভিন্ন অনুভূতি নিয়ে এসেছে। তাই প্রথমবার বেশ জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে, যার শুভ সূচনা হয়ে গেল আজ, স্নানযাত্রা দিয়েই।

আজ সকাল ৯টায় প্রথা মেনে শুরু হয় পাহাণ্ডি বিজয় উৎসব। এরপর ঠিক সকাল ১১টায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রার স্নানযাত্রা সম্পন্ন হয়। দিঘা মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে তৈরি বিশেষ মণ্ডপে ভক্তদের সামনেই এই পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠান আয়োজিত হয়। দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত ভক্তরা গজবেশ দর্শন করতে পারেন। রাতে গজবেশে ভক্তদের সামনে ধরা দেন জগন্নাথ। এরপরই তিনি অন্তরালে চলে যাবেন। আগামীকাল, ১২ জুন থেকে আগামী ২৫ জুন পর্যন্ত মন্দিরে দেবদর্শন বন্ধ থাকবে। পুনরায় ২৬ জুন থেকে জগন্নাথ দর্শন শুরু হবে।

জ্বরে আক্রান্ত জগন্নাথ: ১৫ দিনের অন্তরাল
১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত শাস্ত্রীয় বিধি মেনেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অন্তরালে থাকবেন। কারণ, এই সময়ে তাঁদের জ্বর আসে বলে বিশ্বাস করা হয়। তাই ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকবে। তবে, ২৬ জুন থেকে আবার জগন্নাথদেবের দর্শন করা যাবে। ২৬ ও ২৭ জুনের কর্মসূচি নিচে দেওয়া হলো:

২৬ জুন (বৃহস্পতিবার): জগন্নাথদেবের নবযৌবন ও নেত্র উৎসব। এই ১৫ দিন দর্শন বন্ধ থাকলেও ভক্তরা পুজো দিতে পারবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ১০৮ ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর ঠান্ডা করেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। ঠিক তারপরেই প্রবল জ্বরে আক্রান্ত হন প্রভু জগন্নাথ, তাই তাঁকে বিশ্রামে বা লোকচক্ষুর আড়ালে রাখা হয়।

২৭ জুন (শুক্রবার): আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় অনুষ্ঠিত হবে রথযাত্রা। এই দিন রথে চড়ে ‘মাসির বাড়ি’ যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। দিঘা থানার পাশে একটি পুরনো মন্দির রয়েছে, সেটিই জগন্নাথদেবের ‘মাসির বাড়ি’ হিসেবে পরিচিত। পরবর্তী সাত দিন রথ সেই পুরনো মন্দিরে থাকবে এবং সেখান থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

পুরীর আদলে দিঘার রথযাত্রা: প্রস্তুতি তুঙ্গে
মন্দির সূত্রে খবর, পাথরের বিগ্রহ জগন্নাথ মন্দিরেই থাকবে। রথে থাকবে নিম কাঠের মূর্তি। পুরীর আদলে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে এই রথযাত্রার সূচনা করা হবে। তিনটি বিশাল রথ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে, যা দিঘার রাস্তায় গড়াবে। নিরাপত্তার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার দিঘার জগন্নাথ মন্দিরেও স্নানযাত্রার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। গোটা ব্যবস্থাপনার তদারকি করছেন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস। তিনি জানিয়েছেন, দিঘার জগন্নাথ ধাম মন্দির থেকে এক কিলোমিটার দূরে একটি ছোট জগন্নাথ মন্দির রয়েছে। সেখানেই পাশে আরও একটি মন্দির বানানো হচ্ছে, যা ‘মাসির বাড়ি’ হিসেবে ব্যবহৃত হবে। ইসকন সূত্রে আরও জানা গেছে, মন্দিরের পরিচালনা কমিটি রথযাত্রার আয়োজন নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। রাজ্য, দেশের পাশাপাশি বিদেশ থেকেও বহু ভক্ত এবার দিঘার রথযাত্রায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ২৫ লক্ষেরও বেশি ভক্ত দিঘার মন্দিরে এসেছেন বলে মন্দির কমিটি দাবি করেছে।

দিঘার এই প্রথম রথযাত্রা সৈকত শহরকে এক নতুন উৎসবের মেজাজে রাঙিয়ে তুলবে, যা স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও এক নতুন আকর্ষণ হয়ে উঠবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy