নিজেকে লম্বা দেখাতে চান? বেছে নিতে পারেন এসব পোশাক

হিলওয়ালা জুতা অনেকে পরতে পারেন না। হয় তা পরে হাঁটতে অসুবিধা হয়, নয়তো পা ফুলে যায়, ব্যথা হয়। তাহলে উপায়? উঁচু হিল যারা ব্যবহার করতে পারেন না, তারা স্কিন কালারের জুতোয় পরতে পারেন। এতে যেমন পোশাকই পরুন না কেন একটু লম্বা আপনাকে লাগবে। এমনটাই মত অভিজ্ঞ ফ্যাশন ডিজাইনারদের।

স্ট্রেট ফিটের প্যান্ট ব্যবহার করতে পারেন। এই ধরনের প্যান্টে মেয়েদের দেখতে বেশ ভাল লাগে। আর লুকও একটু সিমেট্রিক্যাল হয়। দেখতে লম্বা লাগে।

একটা ইলিউশন তৈরি করতে একটু লম্বাটে পোশাক পরার চেষ্টা করুন। এতে শরীরের গড়ন লম্বাটে লাগে। এখন আবার এমন লম্বা পোশাকের চল হয়েছে। তাতে মেয়ের খুবই সুন্দর লাগে দেখতে, এমনই মত ফ্যাশন বোদ্ধাদের।

এখন হাই ওয়েস্ট জিনস-এর সময় এখন। এমন পোশাকে ওয়েস্ট লাইন ওপরের দিকে থাকে। ফলে পা অনেকটাই লম্বা লাগে। ফলে ছোটখাটো মানুষকেও লম্বা লাগে দেখতে।

লম্বা স্ট্রাইপের পোশাক পরতে পারেন। এমন পোশাকে কোমরের নিচের অংশ থেকে শরীরের গড়ন লম্বাটে মনে হয়। মডেলরাও এই ধরনের পোশাক পরতে পছন্দ করেন। এতে নাকি একটু চিকনও লাগে দেখতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy