চোখ ক্লান্ত দেখালে মুখও ক্লান্ত দেখায়। চোখের ক্লান্তি কাটাতে যে বিউটি প্রোডাক্টটি খুব ভালো কাজ করে সেটি হলো-আই শ্যাডো। তাই মেকআপ শুরু করার আগে কনসিলার দিয়ে চোখের কোলের কালি ঢেকে নিতে পারেন। এতেই চোখ দেখতে কিছুটা বড় লাগবে। কালি পড়া চোখে কনসিলার লাগালে কিন্তু দেখতে আরো ক্লান্ত লাগবে।
মেকআপ আর্টিস্টদের টিপস, সাদা বা হালকা আইশ্যাডোর ব্যবহার করলে বেশি ভালো লাগবে। আইশ্যাডোর রঙ যত হালকা হবে চোখ দেখতে তত বড় লাগবে। বাইরের দিকে গাঢ় রঙের আইশ্যাডো লাগালেও চোখের ভিতরের কোলে হালকা আইশ্যাডো লাগান। সাদা, সিলভার, গোল্ডেন বা ব্রঞ্জ আইশ্যাডো ব্যবহার করা যেতে পারে।
যে ভুল করবেন না
গোটা চোখ জুড়ে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভেতর দিকে আইলাইনার লাগাবেন না। আইল্যাশের বাইরে দিয়ে লাগান। চোখের কোল পর্যন্ত টানবেন না। তার একটু আগে ছেড়ে দিন। তবেই সুন্দর দেখাবে চোখ। ক্লান্তির ছাপ থাকবে না।bs