ত্বকে সরাসরি পারফিউম লাগিয়ে বিপদ ডেকে আনছেন না তো আপনি? দেখেনিন

শখ করে দোকান থেকে দামি একটি পারফিউম কিনে আনলেন। সেজেগুজে পারফিউম লাগিয়ে হয়তো বিশেষ মানুষের সঙ্গে ডেটে বের হলেন। গন্তব্যে পৌঁছনোর আগেই গন্ধ গেল মিলিয়ে। তাতে মনটা খারাপ হয়ে যাওয়ারই কথা।

নামী-দামি সংস্থার সুগন্ধির ক্ষেত্রেও একই হাল! তবে এটি ব্যবহার করার সময়ে আপনার কোনো ভুল-ভ্রান্তি হচ্ছে কিনা, সেটাও জানা জরুরি। কেবল গন্ধ দীর্ঘ ক্ষণ টিকিয়ে রাখার ক্ষেত্রেই নয়, ডিয়োডোরেন্ট কিংবা পারফিউমের ভুল ব্যবহার শরীরের উপরেও মারাত্মক প্রভাব ফেলতে পারে।

অনেকেই সরাসরি ত্বকে পারফিউম লাগান। এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয়। পারফিউম বা ডিয়োতে মূলত থাকে পারফিউম তেল এবং অ্যালকোহলের মিশ্রণ। বেশ কিছু সুগন্ধিতে নানা প্রকার রাসায়নিকও থাকে। এর ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। এই সব রাসায়নিক ত্বকে সংক্রমণ ঘটাতে পারে। অ্যালার্জির আশঙ্কাও থেকে যায়।

ত্বকে ডিয়োডোর‌েন্ট সরাসরি ব্যবহার করলে কী কী হতে পারে?

>>> ডিয়োডোর‌েন্টে থাকা অ্যালকোহল ত্বকের আর্দ্রতা শোষণ করে নেয়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। কখনো কখনো ডিয়োতে থাকা নিউরোটক্সিনগুলো স্নায়ুতন্ত্রকেও প্রভাবিত করতে পারে।

>>> এই অভ্যাসের ফলে ত্বকে ঘা হতে পারে। ত্বকের যেই জায়গায় ডিয়োডোর‌েন্ট ব্যবহার করছেন, সেখানে ক্ষতিকারক ব্যাক্টেরিয়া জন্মাতে পারে। এগুলোতে উপস্থিত কিছু রাসায়নিক হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, পারফিউম ব্যবহৃত অনেক রাসায়নিক ত্বকে ক্যান্সারের আশঙ্কাও বাড়ে। তাই যে কোনো পারফিউম ব্যবহারের আগে তার উপকরণগুলো একটু যাচাই করে নেয়াই শ্রেয়।

চেষ্টা করুন জামাকাপড়ে ডিয়ো ব্যবহার করার। যদি একান্তই ত্বকে ব্যবহার করতে হয়, সে ক্ষেত্রে এটি সরাসরি ত্বকে প্রয়োগের আগে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। তার উপরে ডিয়ো লাগান।

>>> অনেক সুগন্ধিতে প্যাথালেটস, স্টিরিন, গ্যালাক্সোলাইড, গ্লাইকোল নামক যৌগ থাকে। এই সব যৌগ বেশি মাত্রায় শরীরে গেলে শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে। অনেকের আবার এর থেকে অ্যালার্জিও হতে পারে। তাই সাবধান!bs

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy