Regularly eat bananas: নিয়মিত কলা খেলে শরীর থেকে দৌড়ে পালাবে এইসব কঠিন রোগ! বিস্তারিত জেনেনিন

কলা আমরা অনেকেই খেতে ভালোবাসি, আবার অনেকের দু-চোখের বিষ। আর এই কলাতেই লুকিয়ে রয়েছে মারাত্মক কিছু রোগের মহৌষধ। তাহলে আসুন জেনেনিন কি কি রোগ থেকে মুক্তি পেতে পাড়েন কলা খেয়ে-

১, কলা শরীরে ক্যান্সারের কোশের বিনাশ করে। এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে।

২, পাকস্থলির যেকোনো ইনফেকশন সারাতে ভালো কাজ করে।

৩, হার্টের রোগ প্রতিরোধ, রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা বাড়ায় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

তবে এর জন্য শক্ত সবুজ কলা খেলে কোন কাজই হবেনা। পাকা হালকা গলে যাওয়া কলা খেলে এই উপকার গুলি পাবেন।bs

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy